স্বরাষ্ট্র মন্ত্রক
দেশে বন্যা মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ
Posted On:
10 JUN 2025 8:17PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ জুন , ২০২৫
দেশে বন্যা মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে নতুন দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। এক্ষেত্রে দীর্ঘ মেয়াদী ব্যবস্থাপনা এবং আগের বছরের বৈঠকের বিভিন্ন সিদ্ধান্ত রূপায়ণের কাজ কতদূর এগিয়েছে তা বিশেষভাবে খতিয়ে দেখেন তিনি। দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার কাজের পরিধি বিস্তার এবং প্রযুক্তিগত উদ্যোগের বিষয়গুলিও বৈঠকে উঠে আসে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা ‘মৃত্যুর ঘটনা শূন্যে নিয়ে যাওয়ার’ মন্ত্রে কাজ করছে বলে শ্রী অমিত শাহ জানান। সম্ভাব্য বিপর্যয় সম্পর্কে আগাম পূর্বাভাস যাতে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়া যায় সেজন্য জাতীয়, প্রাদেশিক এবং জেলাস্তরীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানোয় তিনি গুরুত্ব দেন।
বন্যার পূর্বাভাস / নির্দেশিকা জারি করার সময়সীমা বৃদ্ধির যে সিদ্ধান্ত সেন্ট্রাল ওয়াটার কমিশন নিয়েছে তা প্রশংসনীয় বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী মনে করেন। ওই সংস্থার কর্মকান্ড আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী হওয়া উচিত বলে তাঁর মন্তব্য। হিমবাহ সন্নিহিত হ্রদগুলির দিকে কড়া নজর রাখতে এবং সেগুলিতে জলস্তর বৃদ্ধিজনিত বিপর্যয় রোধে সময় মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য জলশক্তি মন্ত্রক জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এবং জাতীয় দূর সংবেদী কেন্দ্র বা ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারকে উদ্যোগী হতে বলেন তিনি।
জাতীয় মহাসড়ক, রাজ্য মহাসড়ক এবং জেলা মহাসড়কের নিকাশী ব্যবস্থার সামঞ্জস্যবিধান রাস্তায় জল জমার সমস্যা দূর করতে পারে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর অভিমত।
নর্মদা নদী অববাহিকায় সবুজায়নের উদ্যোগ সফল হলে অন্য নদীর অববাহিকাতেও তা প্রয়োগ করা যেতে পারে এবং তেমনটা হলে নদী ভাঙনের সমস্যা দূর হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রী মনে করেন।
শহরাঞ্চলে বন্যার প্রকোপ দূর করায় বিশেষ উদ্যোগ প্রয়োজন বলে স্বরাষ্ট্র মন্ত্রী জানান। ব্রহ্মপুত্র অববাহিকার জলাভূমিগুলির উন্নয়ন বন্যা মোকাবিলার পাশাপাশি অর্থনৈতিক ও পর্যটনের দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে তাঁর মন্তব্য।
সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জলাধার নিরাপত্তা কর্তৃপক্ষ, আবহাওয়া দফতর সহ সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে নিয়মিত আলোচনা হওয়া দরকার বলে মনে করিয়ে দেন স্বরাষ্ট্র মন্ত্রী।
বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী সিআর পাটিল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই সহ বিভিন্ন মন্ত্রক ও দফতরের শীর্ষ স্থানীয় আধিকারিকরা।
SC/PM /SG
(Release ID: 2135617)
Read this release in:
Khasi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam