যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

খেলো ইন্ডিয়া বিচ গেমস ক্রীড়া ক্ষেত্রে রূপান্তরমূলক শক্তি ও এক নতুন অধ্যায়ের সংযোজন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Posted On: 20 MAY 2025 8:45AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ মে, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ক্রীড়া ক্ষেত্রে রূপান্তরমূলক শক্তির কথা উল্লেখ করে দেশের ক্রীড়া ইতিহাসে খেলো ইন্ডিয়া বিচ গেমস কিভাবে এক সন্ধিক্ষণ হিসেবে কাজ করছে, তার  উল্লেখ করেছেন। সোমবার কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ – এর ক্রীড়া সংগঠক ও জাতীয় ক্রীড়া কর্তৃপক্ষকে এক বার্তায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী  অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, ভারতের ক্রীড়া ক্যালেন্ডারে বিচ গেমস নতুন সম্ভাবনার প্রতিশ্রুতি বহন করছে। 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী খেলো ইন্ডিয়া বিচ গেমস - এর জন্য দিউ –এর নির্বাচন সঠিক বলে উল্লেখ করেন। তিনি এই জায়গাকে সূর্য রশ্মি, বালুতট ও জলতরঙ্গের সমন্বয় উল্লেখ করে বলেন এতে শারীরিক সক্ষমতা প্রসারের পাশাপাশি, উপকূলীয় ঐতিহ্যের উদযাপনকেও তুলে ধরা হয়েছে।  ক্রীড়াবিদদের নৈপুণ্য প্রদর্শনে ভারত ক্রীড়া ক্ষেত্রে এক নতুন অধ্যায় রচনা করবে বলে তিনি জানান।

খেলো ইন্ডিয়ার ছত্রছায়ায় বিচ গেমস এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। দিউ-এ সোমবার ঘোঘলা সৈকতে এক বর্ণাঢ্য উদবোধনী অনুষ্ঠানের  মধ্য দিয়ে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী ড: মনসুখ মান্ডব্য আনুষ্ঠানিকভাবে এর সূচনা ঘোষণা করেন। ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ১ হাজার ৩৫০ জনেরও বেশি ক্রীড়াবিদ এতে অংশ নিয়েছেন। 
প্রধানমন্ত্রী বলেন, বৈচিত্র্যময় আমাদের দেশে নানা সংস্কৃতি, নানা এলাকা ও নানা ভাষাকে একই সূত্রে গাঁথতে ক্রীড়া সবসময়ই এক অনবদ্য ভূমিকা পালন করে এসেছে। তিনি বলেন, কেবল বিনোদনের বাইরেও ক্রীড়া শক্তি এক রূপান্তরমূলক শক্তিতে পরিণত হয়েছে, যা যুবসম্প্রদায়ের আকাঙ্ক্ষা ও জাতীয় গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে খেলো ইন্ডিয়া বিচ গেমস - এর তাৎপর্য আরও গভীর। উদ্বোধনী অনুষ্ঠানে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ ও লাক্ষাদ্বীপের প্রশাসক শ্রী প্রফুল প্যাটেল, পুদুচেরীর উপ-রাজ্যপাল শ্রী কে কৈলাশনাথন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপ-রাজ্যপাল অ্যাডমিরাল ডি কে যোশী প্রমুখ উপস্থিত ছিলেন। ডঃ মান্ডব্য বলেন, এই ক্রীড়া অনুষ্ঠান ভারতের প্রথম বিচ গেমস ক্রীড়া বিপ্লবের সূচনা করেছে। তিনি বলেন, খেলো ইন্ডিয়া বিচ গেমস আমাদের সকলের হৃদয়ে এক নতুন শক্তি সঞ্চার করেছে। মোদী সরকারের শাসনকালে এই ক্রীড়ানুষ্ঠান কেবলমাত্র আনুষ্ঠানিক বিষয়ই নয়, এর একটি সুনির্দিষ্ট লক্ষ্যও রয়েছে। এই লক্ষ্য হ’ল – ক্রীড়া থেকে কর্মসংস্থান। বিকশিত ভারতের জন্য খেলো ইন্ডিয়া যুবসম্প্রদায়ের স্বপ্ন পূরণের পথ করে দেবে। 
খেলো ইন্ডিয়া বিচ গেমস্‌, ২০২৫ সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন -https://beach.kheloindia.gov.in/
খেলো ইন্ডিয়া বিচ গেমস্‌ - এর পদক তালিকা দেখতে এই লিঙ্কটি দেখুন - https://beach.kheloindia.gov.in/medal-tally

 

SC/AB/SB


(Release ID: 2129864)