প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মা জগদম্বের কৃপা ভক্তদের জীবনে এক নতুন সুখের সকাল বয়ে আনে বললেন প্রধানমন্ত্রী

Posted On: 04 APR 2025 8:28AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৪ এপ্রিল, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, মা জগদম্বের কৃপা ভক্তদের জীবনে এক নতুন সুখের সকাল বয়ে আনে।  

এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন;

“মা জগদম্বের কৃপা ভক্তদের জীবনে এক সুখের সকাল বয়ে নিয়ে আসে। নবরাত্রিতে দেবী মা-কে নিবেদিত লতা দিদি-র ভক্তিগীতি সকলের মধ্যে এক নতুন শক্তির জন্ম দেয়।”

প্রধানমন্ত্রী সকলের শোনার জন্য এই গানটি ভাগ করে নিয়েছেন –

https://www.youtube.com/watch?v=Z7hU2GjSAR0

 

SC/AB/SKD


(Release ID: 2118711) Visitor Counter : 9