প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

পরীক্ষার সময় পরীক্ষার্থীদের অন্যতম বড় সহায়ক হল ইতিবাচক মনোভাব :প্রধানমন্ত্রী

Posted On: 15 FEB 2025 5:58PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫  ফেব্রুয়ারি , ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পরীক্ষার প্রস্তুতির সময় ইতিবাচক মনোভাবের গুরুত্বকে প্রধান সহায়ক হিসেবে উল্লেখ করে সকলকে আগামীকাল ‘পরীক্ষা পে চর্চা’-এর পর্বটি দেখার আহ্বান জানিয়েছেন। 

মাই গভ ইন্ডিয়ার একটি এক্স পোস্টের জবাবে শ্রী মোদী বলেন, “পরীক্ষার সময় #ExamWarriors-দের অন্যতম বড় সহায়ক হল ইতিবাচক মনোভাব। আগামীকাল ‘পরীক্ষা পে চর্চা’-র পর্বে এই বিষয়টি নিয়ে আলোচন করা হবে। আমাদের সঙ্গে থাকবেন @VikrantMassey ও @bhumipednekar। তাঁরা তাঁদের মূল্যবান অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেবেন।”


SC/PM/NS


(Release ID: 2104045) Visitor Counter : 12