প্রধানমন্ত্রীরদপ্তর
লাও পিডিআর-এর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
प्रविष्टि तिथि:
11 OCT 2024 1:43PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ অক্টোবর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিয়েতনামে লাও পিপলস রিভল্যুশনারি পার্টি (এলএআরপি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সচিব মহামান্য থংলাউন সিসৌলিথ-এর সঙ্গে সাক্ষাৎ করেন। আসিয়ান এবং পূর্ব এশিয়া শীর্ষ বৈঠক সফলভাবে আয়োজনের জন্য প্রেসিডেন্ট সিসৌলিথকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলেন এবং পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ককে আরও মজবুত করার ব্যাপারে ফের তাঁদের অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। প্রাচীন-সভ্যতার সূত্রে ভারত ও লাওস-এর গভীর সম্পর্কের প্রসঙ্গ তাঁদের আলোচনায় উঠে আসে। উন্নয়নের ক্ষেত্রে অংশীদারিত্ব, ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা নিয়ে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। ২০২৪-এ ভারতের পূবে তাকাও নীতির এক দশক পূর্ণ হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ভারত ও লাওসের বোঝাপড়ায় আরও গতি আনার বার্তা দেন। নতুন নালন্দা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দু'দেশের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধনকে আরও শক্তিশালী করার কথা বলেন প্রধানমন্ত্রী।
ভারত-আসিয়ান সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে লাওসের ভূমিকার প্রশংসা করে প্রেসিডেন্ট সিসৌলিথকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। দুই নেতার মধ্যে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও কথা হয়।
PG/MP/DM
(रिलीज़ आईडी: 2064470)
आगंतुक पटल : 58
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam