প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav g20-india-2023

আইপিএস প্রবেশনারদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী

সাইবার অপরাধ দমনে তাঁদের তৎপর হওয়ার আহ্বান জানালেন তিনি

Posted On: 04 OCT 2024 6:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ অক্টোবর, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এক আলাপচারিতায় মিলিত হন ভারতীয় পুলিশ সেবা (আইপিএস)-র প্রবেশনারদের সঙ্গে।

গত কয়েক বছর ধরে নীতিগত পরিবর্তনের কয়েকটি বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি সাইবার ক্রাইমের মতো নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলায় তৎপর থাকার গুরুত্বের বিষয়টিও তুলে ধরেন। 

এ সম্পর্কে সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“আজ আমি ৭৬ আরআর আইপিএস প্রবেশনারদের সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হয়েছিলাম। জনসাধারণের সেবায় তাঁদের প্রচেষ্টার সাফল্য কামনা করে আমি শুভেচ্ছা জানিয়েছি ওই আধিকারিকদের। গত কয়েক বছর ধরে কিভাবে নীতিগত পরিবর্তন আমরা বাস্তবায়িত করেছি, সেই বিষয়টিও ছিল আমাদের আলোচ্যসূচির মধ্যে। সেইসঙ্গে, সাইবার অপরাধের মতো নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলায় তৎপর থাকার গুরুত্বের কথাও আমি তুলে ধরেছিলাম তাঁদের কাছে। @svpnpahyd” 

 

PG/SKD/DM



(Release ID: 2062381) Visitor Counter : 5