স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

হিন্দি দিবস ২০২৪ উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের বার্তা

Posted On: 14 SEP 2024 9:15AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৪ সেপ্টেম্বর ২০২৪

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ হিন্দি দিবস উপলক্ষে আজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এই উপলক্ষে এক বার্তায় তিনি বলেছেন, এই বিশেষ দিনটি আমাদের সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ১৪ সেপ্টেম্বর ১৯৪৯ সালে হিন্দিকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করেছিল ভারতের গণপরিষদ। শ্রী শাহ বলেন, এই দিনটির ৭৫ বছর পূর্ণ হচ্ছে এবং এই বছর আমরা সরকারি ভাষার হীরক জয়ন্তী উদযাপন করতে চলেছি। সরকারি ভাষা হিন্দির এই ৭৫ বছরের যাত্রাপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, হিন্দি ভাষা বহু উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও, স্থানীয় কোন ভাষার সঙ্গে এর প্রতিদ্বন্দ্বিতা নেই। 

শ্রী অমিত শাহ বলেন, সমস্ত ভারতীয় ভাষার বন্ধু হল হিন্দি এবং তারা একে অন্যের পরিপূরক। তিনি বলেন, গুজরাটি, মারাঠি, তেলুগু, মালয়ালাম, তামিল বা বাংলা, যাই হোক না কেন, প্রত্যেকটি ভাষাই হিন্দিকে শক্তিশালী করেছে এবং হিন্দিও প্রতিটি ভাষাকে শক্তি যুগিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যদি হিন্দি আন্দোলনের দিকে নজর রাখি, তবে দেখবো যে, রাজাগোপালচারী জি, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, লালা লাজপত রাই, নেতাজি সুভাষ চন্দ্র বোস বা আচার্য কৃপালিনী, প্রত্যেকেই অ-হিন্দিভাষী এলাকা থেকে উঠে এসেছেন। তিনি বলেন, শ্রী আয়েঙ্গার এবং শ্রী কে এম মুন্সির নেতৃত্বে গঠিত কমিটির পক্ষ থেকে হিন্দিকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য একটি রিপোর্ট গণ পরিষদে পেশ করা হয়। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হিন্দি এবং আঞ্চলিক ভাষাগুলিকে শক্তিশালী করার লক্ষ্যে গত ১০ বছরে প্রচুর কাজ করা হয়েছে। মোদি জি বহু আন্তর্জাতিক মঞ্চে হিন্দিতে ভাষণ দিয়েছেন এবং শুধু দেশে নয়, গোটা বিশ্বের সামনে তিনি হিন্দির গুরুত্ব গর্বের সঙ্গে তুলে ধরেছেন। এই ১০ বছরে বহু ভারতীয় ভাষাকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা প্রয়াস চালিয়েছি। প্রধানমন্ত্রী শ্রী মোদী আমাদের সমস্ত ভাষাকে এক নতুন জীবন দিয়েছেন। 

শ্রী অমিত শাহ বলেন, এই ১০ বছরে আমরা 'কন্ঠস্থ' তৈরি করেছি। সংসদীয় সরকারি ভাষা কমিটিতে গত ১০ বছরে আমরা চারটি রিপোর্ট পেশ করেছি এবং সরকারি কাজে হিন্দির গুরুত্ব প্রতিষ্ঠা করেছি। আগামী দিনগুলিতে হিন্দি থেকে সমস্ত ভাষায় অনুবাদের লক্ষ্যে একটি পোর্টাল চালু করছে সরকারি ভাষা দপ্তর। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটিয়ে খুব অল্প সময়ের মধ্যে আমরা যে কোনও চিঠি ও বক্তব্য সমস্ত ভাষায় অনুবাদ করতে পারবো। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের ভাষাগুলির মধ্যে আমাদের ভাষাগুলিই সবচেয়ে সমৃদ্ধ, এটা তিনি সবাইকে বলতে চান। হিন্দি আমাদের এবং আমাদের সমস্ত ভাষার মধ্যে যোগসূত্র তৈরি করেছে। হিন্দিকে শক্তিশালী করার মাধ্যমে অন্য সব ভাষাও নমনীয় এবং সমৃদ্ধ হয়ে উঠবে। সেই সঙ্গে সবকটি ভাষায় আমাদের সংস্কৃতি, ইতিহাস, সাহিত্য, ব্যাকরণ এবং আমাদের সন্তানদের সংস্কারকে এগিয়ে নিয়ে যাবে। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হিন্দি দিবস উপলক্ষে সমস্ত দেশবাসীর কাছে তিনি আবেদন জানিয়ে বলতে চান যে, আসুন আমরা অঙ্গীকার করি, হিন্দি ও আমাদের স্থানীয় ভাষাগুলিকে শক্তিশালী করি এবং সরকারি ভাষা দপ্তরের এই কাজকে সমর্থন করি। হিন্দি দিবস উপলক্ষে সমস্ত দেশবাসীকে আমি আবার শুভেচ্ছা জানাই। আসুন, আমরা সরকারি ভাষাকে শক্তিশালী করি। বন্দেমাতরম। 

 

PG/MP/AS


(Release ID: 2055071) Visitor Counter : 44