রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতির জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গল পুরস্কার ২০২৪ প্রদান

Posted On: 11 SEP 2024 1:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর, ২০২৪ 

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ ১১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ভবনে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গল পুরস্কার ২০২৪ প্রদান করেছেন।
নার্সদের অনবদ্য কাজের স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক প্রতি বছর জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গল পুরস্কার প্রদানের অনুষ্ঠান আয়োজন করে। এ বছর অন্যান্যদের মধ্যে পশ্চিমবঙ্গের শ্রীমতী অনিন্দিতা প্রামাণিক এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শ্রীমতী শীলা মন্ডল পুরস্কার পেয়েছেন। 
পুরস্কার-প্রাপকদের বিস্তারিত তালিকা দেখতে এই লিঙ্কটি ক্লিক করুন - https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/sep/doc2024911391701.pdf

 

PG/CB/SB


(Release ID: 2053762) Visitor Counter : 57