প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

পুরুষদের শটপুট বিভাগে রৌপ্য পদক জয় করায় শচীন খিলাড়িকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

Posted On: 04 SEP 2024 3:30PM by PIB Kolkata

নতুনদিল্লি ৪ সেপ্টেম্বর ২০২৪


             
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চলতি প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এ পুরুষদের শটপুট এফ-৪৬ বিভাগে রৌপ্য পদক জয় করায় শচীন খিলাড়িকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স বার্তায় বলেন,
“ #Paralympics2024! তাঁর দুর্দান্ত সাফল্যের জন্য শচীন খিলাড়িকে অভিনন্দন। ক্ষমতা ও একাগ্রতার এক অনন্য উদাহরণ তুলে ধরেছেন তিনি। পুরুষদের শটপুট এফ-৪৬ বিভাগে রৌপ্য পদক জয় করেছেন শচীন খিলাড়ি। দেশ তাঁর এই সাফল্যে গর্বিত।
#Cheer4Bharat”
 
PG/PM/CS…


(Release ID: 2052126) Visitor Counter : 41