প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় পদক জয় করায় অ্যাথলিট প্রীতি পালকে অভিনন্দন জানিয়েছেন

प्रविष्टि तिथि: 02 SEP 2024 12:01AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০২ সেপ্টেম্বর, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চলতি প্যারিস প্যারালিম্পক্স ২০২৪ – এ ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে দ্বিতীয় পদক জয় করায় অ্যাথলিট প্রীতি পালকে অভিনন্দন জানিয়েছেন। 
২৩ বছর বয়সী প্রীতি মহিলাদের ২০০ মিটার টি-৩৫ বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেন। প্যারালিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে ২টি পদক জয় করা প্রথম ভারতীয় খেলোয়াড় হলেন তিনি।
প্রধানমন্ত্রী এক্স বার্তায় বলেছেন, “প্রীতি পালের এক ঐতিহাসিক সাফল্য। তিনি #Paralympics2024 – এ ২টি পদক জয় করেছেন। ভারতের জনগণের জন্য তিনি প্রেরণার উৎস। তাঁর নিষ্ঠা সত্যিই বিশেষভাবে উল্লেখযোগ্য। 
#Cheer4Bharat"

 

PG/PM/SB…


(रिलीज़ आईडी: 2050997) आगंतुक पटल : 89
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Urdu , English , Manipuri , Gujarati , Tamil , Kannada , Assamese , Odia , हिन्दी , Marathi , Bengali-TR , Punjabi , Malayalam