প্রধানমন্ত্রীরদপ্তর
জাপানের বিদেশ মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন
Posted On:
19 AUG 2024 9:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ আগস্ট ২০২৪
জাপানের বিদেশ মন্ত্রী শ্রী কামিকাওয়া ইয়োকো এবং প্রতিরক্ষা মন্ত্রী শ্রী কিহারা মিনোরু আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তৃতীয় ভারত-জাপান ২+২ বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে শ্রী মোদী তাঁদের স্বাগত জানান। সাক্ষাতে প্রধানমন্ত্রী ভারত-জাপান প্রতিরক্ষা এবং সুরক্ষা সম্বন্ধীয় ক্ষেত্রে অগ্রগতির বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী এক্স পোস্টে লিখেছেন :
“তৃতীয় ভারত-জাপান ২+২ বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে জাপানের বিদেশ মন্ত্রী @Kamikawa_Yoko এবং প্রতিরক্ষা মন্ত্রী @kihara_minoru-র সঙ্গে সাক্ষাতে আনন্দিত। ভারত-জাপান প্রতিরক্ষা এবং সুরক্ষা সম্বন্ধীয় ক্ষেত্রে অগ্রগতির বিষয়ে অবগত হয়েছি। শান্তি, সুস্থায়িত্ব এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় ও সন্নিহিত অঞ্চলে ভারত-জাপান সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি স্থির নিশ্চিত।”
PG/AB/DM
(Release ID: 2050860)
Visitor Counter : 32
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam