রাষ্ট্রপতিরসচিবালয়
প্রথম জাতীয় মহাকাশ দিবস উদযাপন রাষ্ট্রপতির
Posted On:
23 AUG 2024 1:31PM by PIB Kolkata
নতুন দিল্লি ২৩ অগাস্ট ২০২৪
রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু আজ (২৩ অগাস্ট ২০২৪) নতুন দিল্লির ভারত মণ্ডপমে প্রথম জাতীয় মহাকাশ দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। ২০২৩-এর ২৩ অগাস্ট চন্দ্রপৃষ্ঠে ‘বিক্রম’ ল্যান্ডারের সফল অবতরণকে স্মরণীয় করে রাখতে জাতীয় মহাকাশ দিবস উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে ‘রোবোটিক্স চ্যালেঞ্জ’ এবং ‘ভারতীয় অন্তরীক্ষ হ্যাকাথন’ জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে তাঁর ভাষণে রাষ্ট্রপতি বলেন, সূচনার দিনগুলি থেকে ইসরো এক অনন্য যাত্রাপথের সাক্ষী। মহাকাশ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছে এই সংস্থা। সেই সঙ্গে দেশের সামাজিক ও অর্থনৈতিক বিকাশে অমূল্য অবদান রেখে চলেছে। ভারতকে মহাকাশ কর্মসূচিতে বিশ্বের মধ্যে বিশেষ স্থান করে দেওয়ার জন্য তিনি বিজ্ঞানীদের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, মহাকাশ বিজ্ঞানে আমাদের দেশের অগ্রগতি অব্যাহত থাকবে এবং আমরা দক্ষতার এক নতুন উচ্চতায় পৌঁছবো।
রাষ্ট্রপতি বলেন, মহাকাশ ক্ষেত্রে ভারতের অগ্রগতি অনন্যসাধারণ। ন্যূনতম সম্পদকে পুঁজি করে সফল মঙ্গল অভিযান কিংবা, একসঙ্গে ১০০-রও বেশি উপগ্রহের সফল উৎক্ষেপণ, যাই হোক না কেন, আমরা মনে রাখার মতো সাফল্য পেয়েছি।
রাষ্ট্রপতি শ্রীমতি মুর্মু বলেন, মহাকাশ অভিযান মানুষের সক্ষমতা বাড়িয়ে দিয়েছে এবং আমাদের কল্পনাকে বাস্তবে রূপায়িত করেছে। মহাকাশ অভিযানের সময় বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে চালানো গবেষণা বিজ্ঞানের উন্নতি ঘটিয়েছে এবং মানুষের জীবনযাত্রাকে উন্নত করেছে। স্বাস্থ্য ও ওষুধপত্র, পরিবহন, সুরক্ষা, শক্তি, পরিবেশ এবং তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রও মহাকাশ গবেষণার মাধ্যমে উপকৃত হয়েছে।
মহাকাশ ক্ষেত্রে বেসরকারি অংশগ্রহণের পথ খুলে যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এর ফলে অত্যন্ত দ্রুত গতিতে স্টার্ট আপের সংখ্যা বেড়ে চলেছে। এর ফলে মহাকাশ গবেষণার ক্ষেত্রে শুধুমাত্র অগ্রগতিই হচ্ছে না, সেইসঙ্গে আমাদের তরুণদের সামনে প্রতিভা বিকাশের সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জের মোকাবিলায় আমাদের প্রস্তুত হতে হবে। মহাকাশে পড়ে থাকা ধ্বংসাবশেষ মহাকাশ মিশনে সমস্যার সৃষ্টি করতে পারে। মহাকাশ গবেষণা সংক্রান্ত কাজকর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইসরোর ভূমিকার প্রশংসা করেন তিনি। শ্রীমতি মুর্মু সন্তোষ প্রকাশ করে আরও বলেন, ২০৩০ সালের মধ্যে ভারত তার সমস্ত মহাকাশ অভিযানকে ধ্বংসাবশেষমুক্ত করার লক্ষ্যে এগিয়ে চলেছে।
রাষ্ট্রপতির ভাষণ পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/aug/doc2024823379401.pdf
PG/MP/CS
(Release ID: 2048253)
Visitor Counter : 64
Read this release in:
Khasi
,
English
,
Urdu
,
Hindi
,
Hindi_MP
,
Marathi
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam