তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

আন্তর্জাতিক যোগ দিবস মিডিয়া সম্মান ২০২৪-এর জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি ; ১৫ই জুলাই-এর মধ্যে আবেদন করা যাবে

Posted On: 10 JUL 2024 10:52AM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১০ জুলাই, ২০২৪

 

আন্তর্জাতিক যোগ দিবস ২০২৪ সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং ইতিবাচক দিক তুলে ধরার ক্ষেত্রে যেসব সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের কাজের স্বীকৃতি স্বরূপ তথ্য ও সম্প্রচার মন্ত্রক তৃতীয় আন্তর্জাতিক যোগ দিবস মিডিয়া সম্মান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এই পুরস্কারের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৫ই জুলাই পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। 
 http://aydms2024.mib[at]gmail[dot]com-এই ইমেল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট https://mib.gov.in/ অথবা প্রেস ইনফরমেশন ব্যুরোর ওয়েবসাইট (https://pib.gov.in)-এ পাওয়া যাবে। 
 
    


PG/CB/NS…. 



(Release ID: 2031996) Visitor Counter : 54