প্রধানমন্ত্রীরদপ্তর

২০-২১ জুন জম্মু-কাশ্মীর পরিদর্শন প্রধানমন্ত্রীর

Posted On: 19 JUN 2024 4:26PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ জুন, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২০ ও ২১ জুন জন্মু-কাশ্মীর সফরে যাচ্ছেন।

২০ জুন সন্ধে ৬টা নাগাদ শ্রীনগরের শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘তরুণদের ক্ষমতায়ন, জম্মু ও কাশ্মীরের পরিবর্তন’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। জম্মু-কাশ্মীরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

২১ জুন সকাল সাড়ে ৬টায় শ্রীনগরে এসকেআইসিসি-তে দশম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। এই উপলক্ষে আয়োজিত এক সমাবেশেও প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রী ১৫০০ কোটি টাকারও বেশি ৮৪টি প্রধান উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে সড়ক পরিকাঠামো, জল সরবরাহ, উচ্চ শিক্ষার পরিকাঠামো প্রভৃতি। এছাড়া প্রধানমন্ত্রী ৬টি সরকারি ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রী ১৮০০ কোটি টাকার 'কম্পিটিটিভনেস ইনপ্রুভমেন্ট ইন এগ্রিকালচার অ্যান্ড অ্যালায়েড সেক্টর' প্রকল্পের সূচনা করবেন। জম্মু-কাশ্মীরের ১২টি জেলার ৯০টি ব্লকে এই প্রকল্প রূপায়িত হবে এবং ৩ লক্ষ পরিবারের ১৫ লক্ষ মানুষ উপকৃত হবেন। ২০০০-এর বেশি ব্যক্তির হাতে সরকারি নিয়োগ পত্রও তুলে দেবেন শ্রীমোদী।

২০১৫ সাল থেকে প্রধানমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছেন। এর মধ্যে রয়েছে দিল্লির কর্তব্য পথ, চণ্ডীগড়, দেরাদুন, রাঁচি, লক্ষ্ণৌ, মাইসুরু এমনকি রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরও। এ বছরের যোগের বিষয়বস্তু হলো "নিজের এবং সমাজের জন্য যোগ।"

 

PG/MP/SKD/



(Release ID: 2026717) Visitor Counter : 34