নির্বাচনকমিশন

সপ্তম দফায় রাত ১১.৪৫ মিনিট পর্যন্ত ভোটদানের হার ৬১.৬৩ শতাংশ

Posted On: 02 JUN 2024 12:08AM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২  জুন, ২০২৪

 

সপ্তম দফার সাধারণ নির্বাচনে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ৬১.৬৩ শতাংশ। নির্বাচন পর্ব পুরোপুরি শেষ হলে,  এই হার আপডেট করা হবে। 

ভোটদানের হারে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। এই পর্বে পশ্চিমবঙ্গের ৯টি লোকসভার আসনে ভোট পড়েছে ৭৩.৩৬ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে ওড়িশা। ওই রাজ্যের  ৬টি আসনে ভোটদানের হার ৭০.৬৭ শতাংশ। তিন নম্বরে থাকা ঝাড়খণ্ডের ৩টি কেন্দ্রে ভোট পড়েছে ৭০.৬৬ শতাংশ। 

এছাড়া, বিহারের ৮টি কেন্দ্রে ৫১.৯২, চণ্ডিগড়ের ১টি কেন্দ্রে ৬৭.৯, হিমাচল প্রদেশের ৪টি কেন্দ্রে ৬৯.৬৭, পাঞ্জাবের ১৩টি কেন্দ্রে ৫৮.৩৩ এবং উত্তরপ্রদেশের ১৩টি কেন্দ্রে ৫৫.৫৯ শতাংশ ভোট পড়েছে। 

সব মিলিয়ে ৮টি রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোটদানের হার ৬১.৬৩ শতাংশ।


PG/PM/NS



(Release ID: 2022563) Visitor Counter : 34