নির্বাচনকমিশন

শেষ তথা সপ্তম দফার লোকসভা নির্বাচন আগামীকাল

Posted On: 31 MAY 2024 1:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ মে, ২০২৪

 

শেষ তথা সপ্তম দফার লোকসভা নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের প্রস্তুতি তুঙ্গে। দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ৫৭টি লোকসভা কেন্দ্রে আগামীকাল ভোট নেওয়া হবে। এইসব রাজ্যগুলির মধ্যে রয়েছে বিহার, চণ্ডীগড়, হিমাচলপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। সেই সঙ্গে ওড়িশার বিধানসভা নির্বাচনে অবশিষ্ট ৪২টি কেন্দ্রেও আগামীকাল ভোট। গত মাসের ১৯ তারিখ শুরুর দিন থেকে দেশের বৃহত্তম গণতন্ত্রে লোকসভা নির্বাচনে ৬ দফায় এ পর্যন্ত ৪৮৬টি কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে। ২৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই ভোট গ্রহণ প্রক্রিয়া ছিল শান্তিপূর্ণ। আগামী ৪ জুন ভোট গণনা।

ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে নির্বাচনী  সামগ্রী সহ ভোটকর্মীদের পাঠানো হয়েছে। স্বচ্ছন্দ্যে এবং সুরক্ষিত বাতাবরণের মধ্যে যাতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করতে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে পানীয় জল, শৌচালয়, মাথার ওপর ছাউনি সহ ন্যুনতম সুবিধার বন্দোবস্ত করা হয়েছে। সংশ্লিষ্ট মুখ্য নির্বাচনী আধিকারিক সহ রাজ্য প্রশাসনকে গরম এবং বর্ষার দিকে তাকিয়ে যাবতীয় বন্দোবস্ত করতে বলা হয়েছে। 

তাপপ্রবাহ সত্ত্বেও বিগত ভোটগ্রহণ পর্বগুলিতে বিপুল সংখ্যক ভোটদাতা ভোট দিয়েছেন। শেষ দুটি পর্বে পুরুষ ভোটারের থেকে মহিলা ভোটদাতার সংখ্যা ছিল বেশি। দায়িত্ব সহকারে ভোট দিতে নির্বাচন কমিশন ভোটারদের আহ্বান জানিয়েছেন। নির্বাচনে বেশি সংখ্যক মানুষ যাতে ভোট দিয়ে তাদের নাগরিক দায়িত্ব ও কর্তব্য সম্পন্ন করেন সেইজন্য কমিশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। 

আগামীকাল সপ্তম দফার নির্বাচনে ৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ৫৭টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু সকাল ৭টায়। এছাড়াও ওড়িশা বিধানসভার অবশিষ্ট ৪২টি বিধানসভা কেন্দ্রে ভোট। এই পর্বে ১ লক্ষ ৯ হাজার ভোটগ্রহণ কেন্দ্র ১০ কোটি ৬ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটদাতাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫ কোটি ২৪ লক্ষ। মহিলা ভোটার ৪ কোটি ৮২ লক্ষ। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৩৫৭৪। হিমাচলপ্রদেশে ১৩টি বিশেষ ট্রেন এবং ৮টি হেলিকপ্টারে করে নির্বাচনী সামগ্রী ও নিরাপত্তা রক্ষীদের পৌঁছে দেওয়া হয়েছে। এই পর্বের ভোটগ্রহণে ১৭২ জন পর্যবেক্ষক তাঁদের সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে গেছেন। এর মধ্যে ৬৪ জন সাধারণ পর্যবেক্ষক, ৩২ জন পুলিশ পর্যবেক্ষক এবং ৭৬ জন ব্যয় পর্যবেক্ষক। এর অতিরিক্ত কয়েকটি রাজ্যে বিশেষ পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে। ২০১টি আন্তর্জাতিক সীমান্ত চেক পোস্ট এবং ৯০৬টি আন্তঃরাজ্য চেক পোস্টে কড়া নজরদারি রাখা হয়েছে, যাতে বেআইনী অর্থ, মাদক সামগ্রী প্রবেশ করতে না পারে। জলপথ এবং আকাশপথেও নজরদারি বজায় থাকছে। 
    

PG/AB/NS



(Release ID: 2022348) Visitor Counter : 111