তথ্যওসম্প্রচারমন্ত্রক

৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ভারতের এবছরের অংশগ্রহণ নানা দিক দিয়ে তাৎপর্যপূর্ণ

এই উপলক্ষে আয়োজিত হবে 'ভারত পর্ব' নামে উপস্থাপনার এক বিশেষ প্রচেষ্টা

Posted On: 10 MAY 2024 1:08PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ মে, ২০২৪

 

কান চলচ্চিত্র উৎসবে ভারতের এবছরের অংশগ্রহণ বিশেষ তাৎপর্যের দাবি রাখে। কারণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই উৎসবের ৭৭তম পর্বে ভারত অন্যান্য বছরের মতো এবারও অংশগ্রহণ করতে চলেছে। এদেশের যেসমস্ত প্রতিনিধি এই উৎসবে অংশগ্রহণের জন্য প্রস্তুত তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকারগুলির চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ। কান চলচ্চিত্র উৎসব হল বিশ্বের এমন একটি উৎসবের আবহ, যেখানে চলচ্চিত্র শিল্পের বিপণন যথেষ্ট গুরুত্বপূর্ণ। 

৭৭ তম কান চলচ্চিত্র উৎসবে ভারত এই প্রথমবার "ভারত পর্ব"-এর আয়োজন করছে। উৎসবে অংশগ্রহণকারী বিশ্বের বিশিষ্ট ও প্রখ্যাত চলচ্চিত্র প্রতিনিধি, চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, প্রযোজক এবং এই শিল্পের বিপণন প্রচেষ্টার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সামনে ভারত তার সৃজনশীল সুযোগ সুবিধা ও মেধা ব্যক্তিত্বের উপস্থাপনা করবে। প্রসঙ্গত উল্লেখ্য, এবছর নভেম্বর মাসের ২০ থেকে ২৮ তারিখ পর্যন্ত গোয়ায় যে ভারতের ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে সরকারি ভাবে তার পোস্টার ও ট্রেলার ভারত পর্বে দেখানো হবে। শুধু তাই নয়, এই পর্বে 'সেভ দ্য ডেট' নামে একটি চলচ্চিত্র প্রচেষ্টাকেও তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিবর্গের সামনে। ভারতের ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'ওয়েভস' নামে যে প্রথম চলচ্চিত্র সম্পর্কিত একটি সামিট অনুষ্ঠিত হবে 'সেভ দ্য ডেট'-এর মাধ্যমে তারই এক বিশেষ উপস্থাপনা সকলের দৃষ্টি আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে। 

৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ভারত মন্ডপের উদ্বোধন করা হবে আগামী ১৫ মে। এই উদ্বোধন পর্বে আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের বিশিষ্ট্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। ভারত মন্ডপের উদ্যোগ আয়োজনের দায়িত্ব পালন করবে জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগম অর্থাৎ এনএফডিসি। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)-র অংশীদারিত্ব এই মন্ডপের অদ্যোগ আয়োজনে আর একটি বিশেষ বৈশিষ্ট। নির্মিত হবে একটি ভারত স্টলও, যেখানে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত প্রতিনিধিরা পরস্পরের সঙ্গে পরিচয়ের পাশাপাশি সহযোগিতার সূত্রেও আবদ্ধ হওয়ার সুযোগ লাভ করবেন। 

ভারত মন্ডপের আর একটি উল্লেখযোগ্য দিক হল এই যে, এর নকশা তৈরি করেছে আমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন। এবছর ভারতের পক্ষ থেকে উৎসবে যে থিমটি তুলে ধরা হবে তা হল 'ক্রিয়েট ইন ইন্ডিয়া'। সেই অর্থে ভারত মন্ডপটি সূত্রধরের ভূমিকা পালন করবে বলা চলে। ভারতের সমৃদ্ধ ইতিহাস ও সৃজনশীলতার এক ঝলক দেখা যাবে কান চলচ্চিত্র উৎসবে। 

পায়েল কাপাডিয়ার "অল উই ইমাজিন অ্যাজ লাইট" দর্শক-শ্রোতৃবৃন্দের কাছে আকর্ষণের এক বিশেষ কেন্দ্রবিন্দু হবে বলে মনে করা হচ্ছে। আবার ব্রিটিশ তথা ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সন্ধ্যা সুরির "সন্তোষ" ছবিটিও হয়ে উঠবে উৎসবের আর একটি বিশেষ আকর্ষণ। অন্যদিকে, করণ কান্ডারীর 'সিস্টার মিডনাইট' এবং মইসম আলির "ইন রিট্রিট" চলচ্চিত্র বোদ্ধাদের দ্বারা বিশেষ ভাবে প্রশংসিত হবে বলেও মনে করা হচ্ছে। 
আমূল ডেয়ারি সমবায় আন্দোলনের ওপর ভিত্তি করে বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের ‘মন্থন’ ছবিটি প্রদর্শিত হবে উৎসবের ক্লাসিক সেকশনে। 

কান চলচ্চিত্র উৎসবে গৌরবময় পিয়ের অ্যাঞ্জেনিক্স সম্মানে ভূষিত করা হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত চলচ্চিত্র নির্মাতা সন্তোষ শিবানকে। 

গোয়া, মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, ঝাড়খন্ড এবং দিল্লি সহ ভারতের অনেকগুলি রাজ্যই এবারের চলচ্চিত্র উৎসবে অংশ নেবে বলে স্থির হয়েছে। 

ভারত মন্ডপে পারস্পরিক আলোচনা ও মত বিনিময়ের এক বিশেষ পর্ব আয়োজিত হবে উৎসব চলাকালীন। সেখানে ভারতীয় চলচ্চিত্রের বিভিন্ন দিক, তার নির্মাণ প্রচেষ্টা, চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে বিশ্বের এক বিশেষ গন্তব্য রূপে ভারতকে তুলে ধরা এবং স্পেন, যুক্তরাজ্য এবং ফ্রান্সের মতো বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের যুগ্ম চলচ্চিত্র প্রযোজনা ও নির্মাণের ওপরও এক বিশেষ পর্বের আয়োজন করা হবে এই উপলক্ষে। 


PG/SKD/AS



(Release ID: 2020345) Visitor Counter : 82