স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

এই প্রথম হিন্দি ও ইংরেজি ছাড়াও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে কনস্টেবল নিয়োগের পরীক্ষা নেওয়া হবে ১৩টি আঞ্চলিক ভাষায়

২০২৪-এর ২০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত দেশের ১২৮টি শহরে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৪৮ লক্ষ চাকরিপ্রার্থী অংশ নেবেন

Posted On: 11 FEB 2024 11:51AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি,২০২৪

 

এই প্রথম কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে কনস্টেবল নিয়োগের পরীক্ষা হিন্দি ও ইংরেজির পাশাপাশি ১৩টি আঞ্চলিক ভাষাতেও নেওয়া হবে। ২০২৪-এর ২০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত দেশের ১২৮টি শহরে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৪৮ লক্ষ চাকরিপ্রার্থী অংশ নেবেন। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের উদ্যোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ১৩টি আঞ্চলিক ভাষায় এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে স্থানীয় তরুণদের অংশগ্রহণ বাড়াতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর উদ্যোগে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হিন্দি ও ইংরেজি ছাড়া অন্য যে ১৩টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়া হবে, সেগুলি হল – 
অসমিয়া
বাংলা
গুজরাটি
মারাঠি
মালয়ালাম
কন্নড়
তামিল
তেলেগু
ওড়িয়া
উর্দু
পাঞ্জাবী
মণিপুরী
এবং
কোঙ্কনি

স্টাফ সিলেকশন কমিশনের এই পরীক্ষায় দেশের লক্ষ লক্ষ তরুণ অংশ নিয়ে থাকেন। এই সিদ্ধান্তের ফলে দেশের বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ তরুণ তাঁদের মাতৃভাষা / আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে পারবেন। এর ফলে, গোটা দেশের তরুণরা এই চাকরিতে নিয়োগের সুবিধা পাবেন।


PG/MP/DM


(Release ID: 2005135) Visitor Counter : 133