স্বরাষ্ট্র মন্ত্রক

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে (সিএপিএফ) কনস্টেবল নিয়োগের জন্য প্রথমবারের মতো কনস্টেবল (জিডি) পরীক্ষা বাংলা-সহ ১৩টি আঞ্চলিক ভাষায় নেওয়া হবে

দেশের ১২৮টি শহরে অনুষ্ঠেয় পরীক্ষায় বসবেন প্রায় ৪৮ লক্ষ পরীক্ষার্থী

Posted On: 11 FEB 2024 4:09PM by PIB Agartala

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি, ২০২৪৷৷  কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে (সিএপিএফ) কনস্টেবল নিয়োগের জন্য প্রথমবারের মতো কনস্টেবল (জিডি) পরীক্ষা গ্রহণ করা হবে হিন্দি ও ইংরেজি ছাড়াও ১৩টি আঞ্চলিক ভাষায়। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ ২০২৪ পর্যন্ত এই পরীক্ষা গ্রহণ করা হবে দেশের ১২৮টি শহরে। পরীক্ষায় বসবেন প্রায় ৪৮ লক্ষ পরীক্ষার্থী।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রক ০১ জানুয়ারি, ২০২৪ তারিখে হিন্দি ও ইংরেজি ছাড়াও ১৩টি আঞ্চলিক ভাষায় কনস্টেবল (জেনারেল ডিউটি) পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় । কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের উদ্যোগে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে স্থানীয় যুবকদের অংশগ্রহণ বাড়াতে এবং আঞ্চলিক ভাষাগুলিকে উৎসাহিত করতেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কনস্টেবল (জেনারেল ডিউটি) পরীক্ষার প্রশ্নপত্র এখন হিন্দি এবং ইংরেজি ছাড়াও নিম্নলিখিত ১৩ টি আঞ্চলিক ভাষায় নেওয়া হবে: এগুলি হল-
১. অসমীয়া
২. বাংলা
৩. গুজরাটি
৪. মারাঠি
৫. মালয়ালম
৬. কন্নড়
৭. তামিল
৮. তেলুগু
৯. ওড়িয়া
১০. উর্দু
১১. পাঞ্জাবি
১২.. মণিপুরী
১৩ . কোঙ্কনি

কনস্টেবল জিডি পরীক্ষা সারা দেশে লক্ষ লক্ষ যুবককে আকৃষ্ট করার জন্য স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) কর্তৃক পরিচালিত অন্যতম প্রধান পরীক্ষা। তাই, হিন্দি এবং ইংরেজি ছাড়াও, উপরে উল্লিখিত ১৩ টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক এবং স্টাফ সিলেকশন কমিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সেই অনুসারে, এসএসসি ইংরেজি এবং হিন্দি ছাড়াও আরও ১৩ টি আঞ্চলিক ভাষায় কনস্টেবল (জিডি) পরীক্ষা, ২০২৪ পরিচালনার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

এই সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ যুবক তাদের মাতৃভাষা/আঞ্চলিক ভাষায় এই পরীক্ষায় বসতে পারবে এবং তাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়বে। সমান্তরালভাবে সারাদেশে পরীক্ষার্থীদের মধ্যে এই পরীক্ষার প্রসার বাড়বে এবং সবাই কর্মসংস্থানের সমান সুযোগ পাবে।

কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের ফলে সারা দেশের যুবকরা স্টাফ সিলেকশন কমিশন পরিচালিত সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেসের কনস্টেবল (জেনারেল ডিউটি) পরীক্ষায় নিজ নিজ মাতৃভাষায় অংশগ্রহণ করে দেশের সেবায় ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ পেয়েছে।

*****

SKC/DM/KMD



(Release ID: 2005047) Visitor Counter : 154


Read this release in: English