অর্থমন্ত্রক

দারিদ্র্যমুক্তির লক্ষ্যে সবকা সাথ-এর মাধ্যমে গরিবদের ক্ষমতায়ন করছে সরকার, বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Posted On: 01 FEB 2024 12:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২৪

 

গরিবের কল্যাণ দেশের কল্যাণ, এই বার্তা দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন আজ গরিবদের ক্ষমতায়নে সরকারের নীতির কথা তুলে ধরেন। 

সংসদে আজ ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে তিনি বলেন, “দারিদ্র্য মোকাবিলায় আগের সরকারগুলির খুব সামান্যই সাফল্য মিলেছে। যখন উন্নয়ন প্রক্রিয়ায় গরিবদের ক্ষমতায়নকে অন্তর্ভুক্ত করা হয়, তখন তাঁদের সহায়তার ক্ষেত্রও নানা দিকে প্রসারিত হয়।”

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, গত ১০ বছরে দেশের ২৫ কোটি মানুষকে বিভিন্ন ধরনের দারিদ্র্য থেকে মুক্তি দিয়েছে সরকার। তিনি আরও বলেন, পিএম জন ধন যোজনার মাধ্যমে ৩৪ লক্ষ কোটি টাকা মূল্যের প্রত্যক্ষ নগদ হস্তান্তর হয়েছে, যার ফলে ২.৭ লক্ষ কোটি টাকা সঞ্চয় হয়েছে। এই সঞ্চয় গরিব কল্যাণে তহবিল গড়ার কাজে সহায়ক হয়েছে। তিনি বলেন, পিএম স্বনিধি প্রকল্পে ৭৮ লক্ষ পথ বিক্রেতাকে ঋণ সহায়তা প্রদান করা হয়েছে। এ প্রসঙ্গে পিএম জন মন যোজনার কথা উল্লেখ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, দেশের বিপন্ন আদিবাসী গোষ্ঠীর কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে, যাঁরা এখনও উন্নয়ন প্রক্রিয়া থেকে বহু দূরে রয়েছেন।


PG/MP/DM/



(Release ID: 2001620) Visitor Counter : 49