মানবসম্পদবিকাশমন্ত্রক
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অনন্য সাধারণ প্রশ্নোত্তর-ভিত্তিক অনুষ্ঠান পরীক্ষা পে চর্চা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন ডাঃ সুভাষ সরকার
प्रविष्टि तिथि:
28 JAN 2024 7:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ জানুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অনন্য সাধারণ প্রশ্নোত্তর-ভিত্তিক অনুষ্ঠান পরীক্ষা পে চর্চা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। পরীক্ষা পে চর্চায় শিক্ষার্থীদের উপর পরীক্ষার চাপ কমিয়ে পড়াশোনাকে উপভোগ্য করে তোলা নিয়ে আলোচনা করেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। তাঁদের প্রয়োজনীয় পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
ডাঃ সরকার জানান, গত ছয় বছর ধরে শিক্ষা মন্ত্রকের বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দপ্তর সফলভাবে এই আয়োজন করে চলেছে। প্রথম তিনটি পর্বে মূল অনুষ্ঠান হয় নতুন দিল্লিতে, যেখানে প্রধানমন্ত্রী সকলের মুখোমুখী হন। কোভিড অতিমারীর কারণে চতুর্থ পর্বের এই অনুষ্ঠান হয় অনলাইনে। পঞ্চম ও ষষ্ঠ পর্বের মূল অনুষ্ঠান হয় নতুন দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে।
এবার নতুন দিল্লির বিজ্ঞান মন্ডপম – এ ২০২৪ – এ পরীক্ষা পে চর্চার সপ্তম পর্বের জন্য ২.২৬ কোটি নাম MyGov পোর্টালে জমা পড়েছে বলে ডাঃ সরকার জানান। সেখানে উপস্থিত থাকবেন প্রায় ৩ হাজার অংশগ্রহণকারী।
ডাঃ সরকার আরও বলেন, পরীক্ষা পে চর্চা হ’ল - প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘এক্সাম ওয়ারিয়রস্’ কর্মসূচির অঙ্গ। এবারের পরীক্ষা পে চর্চার মূল অনুষ্ঠানের আগে ১২ – ২৩ জানুয়ারি দেশের বিভিন্ন বিদ্যালয়ে ম্যারাথন দৌড়, সঙ্গীত প্রতিযোগিতা এবং আলচনাসভার আয়োজন করা হয়েছে। ২৩ জানুয়ারি ৬৫৭টি কেন্দ্রীয় বিদ্যালয় এবং ১২২টি নবোদয় বিদ্যালয়ে জাতীয় স্তরে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। যোগ দেয় ৬০ হাজারেরও বেশি ছাত্রছাত্রী।
PG/AC/SB
(रिलीज़ आईडी: 2001094)
आगंतुक पटल : 118
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Manipuri
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Kannada