প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বিচারপতি এম ফতিমা বিবির প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী

Posted On: 24 NOV 2023 10:55AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ নভেম্বর, ২০২৩

 

বিচারপতি এম ফতিমা বিবির প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

“এম ফতিমা বিবির প্রয়াণে আমি শোকাহত। দেশের আইন ও বিচার জগতের একজন অন্যতম পথিকৃৎ হিসেবে তাঁর যাত্রাপথ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। বহু বাধাবিঘ্ন অতিক্রম করে তিনি নারী সমাজকে অনুপ্রাণিত করেছিলেন। আইনের জগতে তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার-পরিজন ও বন্ধুবর্গকে জানাই আমার সমবেদনা। তাঁর আত্মা শান্তিলাভ করুক। প্রধানমন্ত্রী @narendramodi” 

এইভাবেই প্রধানমন্ত্রী তাঁর শোক ও দুঃখের কথা তুলে ধরেছেন সমাজমাধ্যমে পোস্ট করা এক বার্তায়।

PG/SKD/DM/


(Release ID: 1979858) Visitor Counter : 91