প্রধানমন্ত্রীরদপ্তর
প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী মিক জ্যাগারকে ভারতে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
18 NOV 2023 1:15PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ নভেম্বর, ২০২৩
সঙ্গীত জগতের কিংবদন্তী মিঃ মিক জ্যাগারের এক বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যমে তাঁর বার্তায় বলেছেন ;
“আপনি যা পেতে ইচ্ছুক, তা হয়তো আপনি সব সময় নাও পেতে পারেন। কিন্তু ভারত হল এমনই একটি দেশ যেখানে বহু মানুষের আগমন। কারণ, এই ভূখণ্ড হল শান্তি এবং খুশি হওয়ার একটি দেশ।
এ দেশের মানুষ এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে আপনি আনন্দ পেয়েছেন জেনে আমিও আনন্দিত।
আপনি আবার আসুন এ দেশে, এই আমন্ত্রণ জানাই।”
এর আগে মিঃ মিক জ্যাগার ভারত সফরকালে তাঁর খুশি ও আনন্দের অভিব্যক্তি প্রকাশ করেছিলেন সমাজমাধ্যমে পোস্ট করা এক বার্তায়। তারই উত্তরে প্রধানমন্ত্রী মিঃ জ্যাগারকে ভারত সফরে স্বাগত জানিয়েছেন।
PG/SKD/DM/
(रिलीज़ आईडी: 1977940)
आगंतुक पटल : 103
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Tamil
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam