আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

জল দিওয়ালী- “মহিলাদের জন্য জল, জলের জন্য মহিলা অভিযান ”-এর সূচনা

Posted On: 06 NOV 2023 11:57AM by PIB Kolkata

নতুন দিল্লি,  ৬ নভেম্বর, ২০২৩

 

আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রক তাদের ফ্ল্যাগশিপ কর্মসূচি অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন(অম্রুত) এর অধীনে “মহিলাদের জন্য জল, জলের জন্য মহিলা অভিযান” নামে একটি প্রগতিশীল উদ্যোগের সূচনা করতে চলেছে। সহযোগিতা করছে মন্ত্রকের অধীন ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন(এনইউএলএম)। ওড়িশা আরবান অ্যাকাডেমি তথ্য অংশীদার হিসেবে কাজ করবে। এই অভিযানে “জল দিওয়ালী” উদযাপন করা হবে। শুরু হবে ৭ ই নভেম্বর ২০২৩ থেকে। চলবে ৯ ই নভেম্বর ২০২৩ পর্যন্ত।
এই অভিযানের লক্ষ্য, জল প্রশাসনে মহিলাদের অন্তর্ভুক্তির জন্য একটি মঞ্চের ব্যবস্থা করা। তাদের নিজ নিজ শহরে জলশোধন কেন্দ্রগুলি পরিদর্শনের মাধ্যমে জলশোধন প্রক্রিয়া সম্পর্কে প্রাথমিক জ্ঞান দেওয়া হবে। বাড়ি বাড়ি পরিষ্কার এবং নিরাপদ পানীয় জল দেওয়ার যে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সেই সম্পর্কে জানানো হবে এই পরিদর্শনের সময়ে। এছাড়া নাগরিকরা যাতে প্রয়োজনীয় গুণমানসম্পন্ন জল পান তা নিশ্চিত করার জন্য জলের গুণমান পরীক্ষা করার যে ব্যবস্থা সে সম্পর্কেও জানতে পারবেন মহিলারা। এছাড়াও এই অভিযানের লক্ষ্য মহিলাদের মধ্যে জলের পরিকাঠামোর সঙ্গে একাত্মতা গড়ে তোলা। 
    ভারতে ৩ হাজারের বেশি জলশোধন কেন্দ্র আছে। যার শোধন ক্ষমতা দৈনিক ৬৫ হাজার এমএলডির বেশি। বর্তমানে শোধিত হয় ৫৫ হাজার এমএলডির বেশি। এই অভিযান চলাকালীন মহিলারা ৫৫০টির বেশি জলশোধন কেন্দ্র ঘুরে দেখবেন। যার মোট শোধন ক্ষমতা ২০ হাজার এমএলডি-র বেশি(দেশের মোট ক্ষমতার ৩৫ শতাংশের বেশি)।
    বাড়িতে জল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন মহিলারা। সেই মহিলাদের জলশোধন প্রক্রিয়ার জ্ঞান এবং পরিকাঠামো সম্পর্কে অবহিত করার মাধ্যমে মন্ত্রকের লক্ষ্য তাদের বাড়ির জন্য পরিষ্কার এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করার সক্ষমতা বৃদ্ধি। সাধারণভাবে চিরাচরিত প্রথা অনুযায়ী পুরুষ প্রধান এই বিষয়ে অন্তর্ভুক্তি এবং বৈচিত্রকরণের মাধ্যমে লিঙ্গসাম্য রক্ষা করা এই অভিযানের আরও একটি লক্ষ্য। 
“মহিলাদের জন্য জল, জলের জন্য মহিলা অভিযান”-এর প্রথম পর্বে, “জল দিওয়ালী”-তে অংশ নেবে সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল(৫ টি রাজ্য যেখানে আদর্শ আচরণবিধি বলবত্ রয়েছে সেগুলি ছাড়া)। সারা দেশে স্বনির্ভর গোষ্ঠীর ১৫ হাজারের বেশি মহিলা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। অভিযানে যেসব ক্ষেত্রে আলোকপাত করা হবে সেগুলি হল :
১ মহিলাদের জলশোধন কেন্দ্র এবং জল পরীক্ষা কেন্দ্রের কার্যাবলির সঙ্গে পরিচিতি ঘটানো।
২ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর তৈরি স্মারক এবং বিবিধ দ্রব্যের মাধ্যমে অন্তর্ভুক্তি এবং সংযুক্তির প্রসার ঘটানো।
৩ অম্রুত কর্মসূচি এবং জল পরিকাঠামো সম্পর্কে মহিলাদের শিক্ষাদান এবং পরিচিত করানো
    এই অভিযানের মাধ্যমে আশা করা হচ্ছে যে জল পরিশোধন সম্পর্কে সচেতনতা এবং জ্ঞান বৃদ্ধি পাবে, দায়িত্ববোধ এবং একাত্মতা বাড়বে, অন্তর্ভুক্তির প্রসার ঘটবে, স্বনির্ভর গোষ্ঠীগুলির স্বশক্তিকরণ হবে, সমাজে ইতিবাচক প্রভাব পড়বে এবং ভবিষ্যত উদ্যোগের জন্য আদর্শ তৈরি হবে।
     জল পরিশোধন কেন্দ্রগুলি চিহ্নিত করে অম্রুত এবং এনইউএলএমের রাজ্যস্তরের এবং শহরস্তরের আধিকারিকদের পরিদর্শনের ব্যবস্থা করা হবে। মন্ত্রক থেকে সকল আধিকারিককে সক্রিয় ভাবে অংশ নিতে এবং এই উদ্যোগকে সমর্থন জানাতে বলা হয়েছে। অম্রুতের অধীনে জল পরিকাঠামোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। 

PG/AP /SG



(Release ID: 1975100) Visitor Counter : 73