সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশের জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছেন, সেই ‘বীর’দের শ্রদ্ধা জানাতে দেশ জুড়ে গৃহীত ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচী চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে

Posted On: 17 OCT 2023 12:04PM by PIB Kolkata

 নয়াদিল্লি, ১৭ অক্টোবর, ২০২৩ 


দেশ জুড়ে অমৃত কলস যাত্রার মাধ্যমে ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচী চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দেশের প্রত্যেক বাড়ির সদস্যকে এই কর্মসূচীর আওতাভুক্ত করার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রক, রাজ্য সরকার, নেহরু যুব কেন্দ্র সংস্থান, আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, ভারতীয় ডাক এবং কয়লা মন্ত্রকের মতো নানা দপ্তর ও মন্ত্রক দেশের প্রতিটি গ্রাম ও ব্লক থেকে মাটি সংগ্রহ করছে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে দেশ গড়ার জন্য সংঘবদ্ধ প্রয়াস ও সামাজিক বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে সাধারণ নাগরিকের অঙ্গীকার প্রতিফলিত। সংস্কৃতি মন্ত্রকের আঞ্চলিক কেন্দ্রগুলি এই কর্মসূচী সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে গ্রামাঞ্চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ইতোমধ্যেই ৪ হাজার ৪১৯টিরও বেশি ব্লকে এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে, যেখানে সাড়া মিলেছে অভূতপূর্ব।

‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচীর সূচনা হয় ৯ অগাস্ট। দেশের জন্য যাঁরা জীবনোৎসর্গ করেছেন, সেই বীরদের সম্মান জানাতেই এই উদ্যোগ। এটি আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের শেষ কর্মসূচী। দেশ জুড়ে ২ লক্ষেরও বেশি অনুষ্ঠানের মাধ্যমে এটি বাস্তবায়িত হচ্ছে। বিপুল সংখ্যক মানুষ এতে সামিল হয়েছেন। ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচীর প্রাথমিক পর্যায়ের সাফল্য সকলের নজর কেড়েছে। এ পর্যন্ত ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২ লক্ষ ৩৩ হাজারেরও বেশি শিলাফলক বসানো হয়েছে। ৪ কোটি সেলফি, ৫টি সংকল্প বাস্তবায়নের শপথ নেওয়ার সময় তোলা হয়েছে। এই সেলফিগুলি সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। দেশ জুড়ে সাহসী নাগরিকদের সম্মান জানাতে ২ লক্ষেরও বেশি অনুষ্ঠান আয়োজন করা হয়। ২৩ লক্ষ ৬০ লক্ষ গাছের চারা রোপণ করা হয়েছে। ২ লক্ষ ৬৩ হাজার অমৃত উদ্যান গড়ে তোলা হয়েছে। 

আগামী ৩০ ও ৩১ অক্টোবর কর্তব্য পথে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অমৃত কলস যাত্রার পরিসমাপ্তি ঘটবে। আমাদের দেশের ঐক্য ও বৈচিত্র্যের প্রতীক এই কলসগুলির মাটি এক জায়গায় মেশানো হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত এই মাটি অমৃত বাটিকা (অমৃত উদ্যান) এবং অমৃত মহোৎসব স্মারকে ব্যবহার করা হবে। এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি, লাইট অ্যান্ড সাউন্ড শো – এর ব্যবস্থা করা হয়েছে। ঐতিহাসিক এই কর্মসূচীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাঁদের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। 

PG/CB/SB


(Release ID: 1968498) Visitor Counter : 112