সংস্কৃতি মন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশ জুড়ে “মেরি মাটি মেরা দেশ” অভিযানের অন্তিম পর্বে পৌঁছুচ্ছে জাতি, সারা দেশের ৪৪১৯-টিরও বেশি ব্লকে অনুষ্ঠানমালা আয়জিত

Posted On: 17 OCT 2023 3:07PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর, ২০২৩।। দেশ জুড়ে ‘অমৃত কলস যাত্রা’ সহযোগে ‘মেরি মাটি মেরা দেশ’ অভিযান অন্তিম পর্বে প্রবেশ করছে। সমগ্র ভারত ব্যাপী এই উদ্যোগের লক্ষ্য হল দেশের প্রতিটি ঘরে পৌঁছানো। এক তাৎপর্যপূর্ণ  সম্মীলিত প্রয়াস রূপে বহুবিধ মন্ত্রক, রাজ্য সরকার, নেহেরু যুব কেন্দ্র সংস্থান, আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনি, ভারতীয় ডাক, বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক, কয়লা মন্ত্রক গ্রাম ও ব্লক পর্যায়ে প্রতিটি বাড়ি থেকে মাটি সংগ্রহের জন্য এক বিশাল কর্মযজ্ঞে সক্রিয়ভাবে ভূমিকা নিয়েছে। এই সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উচ্চকিত হয়েছে জাতিসেবা ও দেশ গড়ার জন্য তাঁদের অঙ্গীকার| সংস্কৃতি মন্ত্রকের সাংস্কৃতিক কেন্দ্রগুলি এই প্রচার অভিযান সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে ও মানুষের কাছে আরোও ভালভাবে পৌঁছানের জন্য সারা দেশের গ্রামীণ এলাকাগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। এরই মধ্যে সারা দেশের ৪৪১৯-টিরও বেশি ব্লকে মেরি মাটি মেরা দেশ আনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে এবং যেখানে এই সব সাধারণ মানুষ উত্সাহের সাথে অংশ নিয়েছেন| অংশগ্রহণ এক কথায় অতীব উৎসাহ ব্যঞ্জক এবং প্রশংসনীয়। 

দেশের জন্য যে সব বীরগণ নিজেদের জীবন বলিদান দিয়েছেন সেই সব সাহসী ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা অর্পণ করতে ২০২৩-এর ৯ আগস্ট থেকে দেশ জুড়ে ‘মেরি মাটি মেরা দেশ’ অভিযানের সূচনা হয়। এই কর্মসূচিটিকে আজাদীকা অমৃত মহোৎসবের অন্তিম পর্ব হিসেবে গ্রহণ করা হয়েছে| ২০২১ সালের ১২ মার্চ আজাদী কা অমৃত মহোৎসব এর সূচনা হয়েছিল যার মধ্য দিয়ে প্রতিফলিত হয় জন অংশীদারিত্বের বৃহত্তম ঘটনা। যার মাধ্যমে গোটা ভারতবর্ষে দুই লক্ষেরও বেশি কর্মসূচি সংঘটিত হয়েছে। তেমনি, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমার মাটি আমার দেশ প্রচার ব্যাপকভাবে সফলতা লাভ করেছে। দেশের ৩৬ টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখনো পর্যন্ত ২ লক্ষ ৩৩ হাজারেরও বেশি শিল্পফলক স্থাপন করা হয়েছে। সমগ্র দেশের বীর যোদ্ধাদের সম্মানে দুই লক্ষ এর বেশি সংবর্ধনা অনুষ্ঠান সংঘটিত হয়েছে। বসুধা বন্ধন মূলভাবের ছত্রছায়ায় ২৩৬ মিলিয়ন দেশজ গাছের চাড়া রোপণ করা হয়েছে এবং সৃষ্টি করা হয়েছে ২৬৩,০০০ অমৃত বাগিচা।

 

Meri Maati Mera Desh Taluk level event at Mandya

Kadana Block, Gujarat

Kumta, Karwar

Assam Rifles handed over Kalash to DC Longding District in Arunachal Pradesh


এবছরের ৩০ অক্টোবর নয়াদিল্লির কর্তব্য পথে এক বিশাল সমাবেশে মহাসমারোহে অমৃত কলসগুলি এসে পৌঁছুবে। দেশ জুড়ে অনুষ্ঠিত বিশাল উদযাপনের সমাপ্তি লগ্নে এক অতিকায় কলস প্রতিকায়িত করবে আমাদের দেশের ঐক্য ও বৈচিত্রকে | সেখানে সারা দেশের প্রতিটি কোণ থেকে সংগৃহীত মাটি মিশ্রিত করা হবে। তার পর এই মিশ্রিত মাটি মিশিয়ে দেওয়া হবে অমৃত বাগিচায়। এখানেই গড়ে তোলা হবে অমৃত মহোৎসব স্মৃতিসৌধ।

 

SKC/SRC/KMD


(Release ID: 1968641) Visitor Counter : 114


Read this release in: English