প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ভারত সফরকালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রেস বিবৃতি

Posted On: 21 JUL 2023 1:40PM by PIB Kolkata

                                                                                                                                                                                        নতুনদিল্লি ২৪ জুলাই,২০২৩
মহামান্য রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংঘে,
দুই দেশের প্রতিনিধিগণ,
সংবাদ মাধ্যমের সকল বন্ধুগণ,
হ্যালো!
আয়ুবোয়ান!
ভনাক্কম!
            আমি উষ্ণ স্বাগত জানাই প্রেসিডেন্ট বিক্রমসিংঘে এবং তাঁর প্রতিনিধিগণকে । আজ প্রেসিডেন্ট বিক্রমসিংঘে তাঁর কার্যকালের এক বছর পূর্ণ করছেন । এই উপলক্ষে আমাদের সকলের পক্ষে থেকে আমি তাঁকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই । গত এক বছর শ্রীলঙ্কার মানুষের কাছে বহু সমস্যা দেখা দিয়েছে । নিকট বন্ধু হিসেবে সব সময়ের মতো এই সংকটের সময়ে আমরা শ্রীলঙ্কার মানুষের কাঁধে কাঁধ লাগিয়ে পাশে আছি । আমি আন্তরিকভাবে শ্রীলঙ্কার মানুষকে অভিনন্দন জানাই  সাহসের সঙ্গে এই সমস্যার মুখোমুখি দাঁড়ানোর জন্য ।
    বন্ধুগণ,
    আমাদের মৈত্রী আমাদের সভ্যতার মতোই প্রাচীন । ভারতের “প্রতিবেশী প্রথম” নীতি এবং “সাগর” দর্শন এই দুটি ক্ষেত্রেই শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ স্থান আছে । বর্তমানে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি সমান । আমরা বিশ্বাস করি যে, ভারত এবং শ্রীলঙ্কার নিরাপত্তা এবং উন্নয়ন একে অপরের সঙ্গে সংযুক্ত । এবং সেইজন্য এটা প্রয়োজন যে, একে অপরের সুরক্ষা এবং সংবেদনশীলতা মনে রেখে আমাদের কাজ করতে হবে ।
বন্ধুগণ,
    বর্তমানে আমরা আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য একটি দিক নির্দেশক নথি গ্রহণ করেছি । এর লক্ষ্য, সমুদ্র পথ, আকাশ পথ, শক্তি ক্ষেত্রকে শক্তিশালী করা এবং দু’দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা । এর লক্ষ্য, পর্যটন, শক্তি, ব্যবসা, উচ্চশিক্ষা এবং দক্ষতা উন্নয়নে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা । শ্রীলঙ্কার প্রতি ভারতের দীর্ঘ মেয়াদী দায়বদ্ধতার এটাই দর্শন ।
বন্ধুগণ,
    আমরা ঠিক করেছি যে. অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা খুব শীঘ্রই শুরু হবে । এতে দু’দেশের ব্যবসা এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মুক্ত হবে ।
    আমরা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিতে সম্মত হয়েছি । বাণিজ্য এবং মানুষের চলাচল বৃদ্ধি করতে তামিলনাড়ুর নাগাপট্টিনম এবং শ্রীলঙ্কার কানকেসান্থুরাই-এর মধ্যে ফেরি চলাচল শুরু করার সিদ্ধান্তও নিয়েছি ।
    আমরা সিদ্ধান্ত নিয়েছি দু’দেশের মধ্যে বৈদ্যুতিক গ্রিডের সংযোগের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে । ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে পেট্রোলিয়াম পাইপ লাইল বসানোর সম্ভাবনার দিকগুলি সমীক্ষা করা হবে । এছাড়া, এটাও ঠিক হয়েছে যে, সড়ক সেতু নির্মাণের সম্ভাবনা কতটুকু তা খতিয়ে দেখা । শ্রীলঙ্কায় ইউপিআই শুরু করার জন্য আজ যে চুক্তি স্বাক্ষরিত হল তাতে ফিনটেক যোগাযোগও বৃদ্ধি পাবে ।
বন্ধুগণ,
আজ আমরা মৎস্যজীবীদের জীবন জীবিকা বিষয়েও আলোচনা করেছি । বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখার ব্যাপারে আমরা সহমত । শ্রীলঙ্কায় পুনর্নির্মাণ এবং পুনর্যোজনা নিয়েও আমরা কথা বলেছি । প্রেসিডেন্ট বিক্রমসিংঘে তাঁর অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ সম্পর্কে জানিয়েছেন ।
     আমরা আশা করি, শ্রীলঙ্কা সরকার তামিলদের প্রত্যাশা পূরণ করবে । সাম্য, ন্যায় এবং শান্তি পুনস্থাপনের প্রক্রিয়া গতি পাবে । ত্রয়োদশ সংশোধনী রূপায়ণ এবং প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত করার প্রতিশ্রুতি রক্ষা করবে এবং শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ের সম্মান ও মর্যাদার সঙ্গে বসবাস নিশ্চিত করবে ।
বন্ধুগণ,
    এই বছরটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের পক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ । আমরা আমাদের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বর্ষ উদযাপন করছি । এরই সঙ্গে ভারতীয় বংশোদ্ভুত তামিলদের শ্রীলঙ্কায় আগমনের দুশো বছর পূর্ণ হচ্ছে । আমি আনন্দের সঙ্গে বলি, এই উপলক্ষে শ্রীলঙ্কার ভারতীয় বংশোদ্ভুত তামিল নাগরিকদের জন্য ৭৫ কোটি টাকার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হবে । এছাড়া, ভারত শ্রীলঙ্কার উত্তর ও পূর্বাঞ্চলে উন্নয়ন কর্মসূচিতেও সাহায্য করবে ।
  মহামান্য,
  শুধুমাত্র ভারতের স্বার্থেই নয়, সমগ্র ভারত মহাসাগরীয় অঞ্চলের স্বার্থেই সুস্থির, নিরাপদ এবং প্রগতিশীল শ্রীলঙ্কা জরুরি । আমি আরও একবার আশ্বাস দিচ্ছি যে, এই সংগ্রামের সময়ে ভারতের মানুষ সবসময় শ্রীলঙ্কার মানুষের পাশে থাকবে ।
     অজস্র ধন্যবাদ ।
প্রধানমন্ত্রীর মূল ভাষণটি হিন্দি ভাষায়
CG/AP/CS……24-07-2023.. WORD (522)


(Release ID: 1942049) Visitor Counter : 120