প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

নতুন সংসদ ভবন সম্পর্কে নাগরিকদের ভাবনা সম্বলিত ভয়েস ওভারের ভিডিও প্রধানমন্ত্রী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন

Posted On: 27 MAY 2023 1:46PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭শে মে, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অনুরোধে নাগরিকরা নতুন সংসদ ভবন সম্পর্কে তাদের ভাবনা সম্বলিত ভয়েস ওভারের ভিডিও পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী সেই ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী, লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা সহ বিশিষ্টজনেদের ভয়েস ওভার সম্বলিত ভিডিও তিনি সকলের মধ্যে ভাগ করে নিয়েছেন।

প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটার হ্যান্ডেলে ভিডিওগুলি রিট্যুইট করার সময় বলেছেন:

“#MyParliamentMyPride –এ অনেকেই তাদের আনন্দ প্রকাশ করেছেন। আবেগপূর্ণ ভয়েস ওভারের মধ্য দিয়ে তারা নতুন সংসদ ভবন প্রাপ্তির গর্ব প্রকাশ করেছেন। এই ভবন মানুষের আকাঙ্খা পূরণে আরো সক্রিয়ভাবে কাজ করবে।”

“গণতন্ত্রের এই মন্দির ভারতের উন্নয়ন যাত্রার শক্তিশালী করা এবং লক্ষ লক্ষ মানুষের ক্ষমতায়নের উদ্যোগ অব্যাহত রাখবে। #MyParliamentMyPride”

 

 
CG/CB/SFS


(Release ID: 1927972) Visitor Counter : 123