প্রধানমন্ত্রীরদপ্তর
হিরোসিমায় দুই বিশিষ্ট জাপানি ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎকার ও আলাপচারিতায় মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
20 MAY 2023 12:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ মে, ২০২৩
জি-৭ শীর্ষ সম্মেলন উপলক্ষে হিরোসিমা সফরকালে জাপানের বিশিষ্ট ব্যক্তিত্ব ডঃ তোমিও মিজোকামি এবং মিসেস হিরোকো তাকাইয়ামার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে মিলিত হন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই দুই বিশিষ্ট ব্যক্তি তাঁদের নিজ নিজ পেশাদারিত্বের ক্ষেত্রে উৎকর্ষের স্বাক্ষর রেখেছেন।
ডঃ তোমিও মিজোকামি হলেন ওসাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অফ ফরেন স্টাডিজ-এর প্রফেসর এমিরিটাস। তিনি একজন প্রখ্যাত লেখক ও ভাষাবিদ। এমনকি হিন্দি ও পাঞ্জাবী ভাষাতেও তিনি বিশেষভাবে দক্ষ। জাপানে ভারতীয় সাহিত্য ও সংস্কৃতির প্রসারে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তাঁকে পদ্মশ্রী দিয়ে ভারত সম্মানিত করে। ‘জ্বালামুখী’ নামে একটি সঙ্কলন গ্রন্থ ডঃ মিজোকামি প্রকাশ করেছেন। ঐ সঙ্কলন গ্রন্থটি জাপানের বিশিষ্ট ও বিদগ্ধ ব্যক্তিদের রচনাসমৃদ্ধ। তাঁরা মিলিতভাবে জাপানে হিন্দি শিক্ষার সূচনা করেছেন।
অন্যদিকে, মিসেস হিরোকো তাকাইয়ামা অঙ্কন শিল্পের ক্ষেত্রে পাশ্চাত্য রীতিকে অনুসরণ করে থাকেন। তাঁর শিল্পকর্মের মধ্যে ভারতের প্রতি তাঁর গভীর অনুরাগ ও সুসম্পর্কের প্রকাশ ঘটেছে। ভারতের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে দীর্ঘ দু’দশকের। এমনকি, ভারতে তিনি বিভিন্ন কর্মশালা ও প্রদর্শনীরও আয়োজন করেছেন। এক সময় তিনি অল্পকালের জন্য হলেও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর পদে বৃত ছিলেন। ২০২২ সালে তাঁর আঁকা ভগবান বুদ্ধের একটি অয়েল পেইন্টিং তিনি উপহার হিসেবে তুলে দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হাতে।
এই সাক্ষাৎকারের অভিজ্ঞতা প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদগ্ধ ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এই ধরনের আলাপচারিতা পারস্পরিক সমঝোতা ও শ্রদ্ধার মানসিকতাকে আরও বাড়িয়ে তোলে। শুধু তাই নয়, এর ফলে নিবিড় থেকে নিবিড়তর হয়ে ওঠে দু’দেশের আন্তরিক বন্ধন। ভারত-জাপান কৌশলগত সম্পর্ক তথা বিশ্ব অংশীদারিত্বের ক্ষেত্রে ভারত-জাপান সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে ভবিষ্যতেও এই ধরনের সুযোগের অভাব হবে না বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী।
PG/SKD/DM/
(रिलीज़ आईडी: 1926395)
आगंतुक पटल : 204
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam