প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রীর জাপান, পাপুয়া নিউ গিনি এবং অস্ট্রেলিয়া সফর
Posted On:
16 MAY 2023 5:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ মে, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৯-২১ মে ২০২৩ জাপানের হিরোশিমা সফর করবেন। জি৭ শিখর সম্মেলনে যোগ দেওয়ার জন্য ওই দেশগোষ্ঠীর সভাপতিত্বের দায়িত্বে থাকা জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও-র আমন্ত্রণে তাঁর এই সফর। অংশীদার দেশগুলির নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীও জি৭ শিখর সম্মেলনের অধিবেশনে ভাষণ দেবেন। আমাদের বাসগ্রহের ধারাবাহিক সমৃদ্ধির বিষয়ে আলোকপাত করবেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসবে খাদ্য ও শক্তিক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য, লিঙ্গ-সাম্য, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ, পরিকাঠামোগত বিকাশ এবং উন্নয়নের প্রশ্নে সহযোগিতার মতো নানা প্রসঙ্গ।
জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। শিখর সম্মেলনের ফাঁকে অন্য নানা দেশের নেতাদের সঙ্গেও আলোচনা হবে তাঁর।
এরপর প্রধানমন্ত্রী যাবেন পাপুয়া নিউ গিনি-র পোর্ট মোরেসবি দ্বীপে। সেখানে ২২ মে পাপুয়া নিউ গিনি-র প্রধানমন্ত্রী জেমস মারাপে-এর সঙ্গে ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ সহযোগিতা মঞ্চ (বা এফপিআইপিআইসি)-এর তৃতীয় শিখর সম্মেলনে যৌথ সভাপতিত্ব করবেন তিনি। ২০১৪ সালে এই মঞ্চের সূচনা। সদস্য দেশগুলির মধ্যে রয়েছে ১৪টি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ- কুক আইল্যান্ডস, ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়া, ফিজি, কিরিবাতি, নাউরু, নিউই, পালাউ, পাপুয়া নিউ গিনি, রিপাবলিক অফ মার্শাল আইল্যান্ডস, সামোয়া, সলোমন আইল্যান্ডস, টোঙ্গা, তুভালু এবং ভানুয়াতু।
পাপুয়া নিউ গিনি-তে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ঐ দেশের গর্ভনর জেনারেল স্যার বব দাদায়ে এবং প্রধানমন্ত্রী জেমস মারাপ-এর সঙ্গে আলাদাভাবে আলোচনা হবে তাঁর। এই প্রথম পাপুয়া নিউ গিনি যাচ্ছেন ভারতের কোনো প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পরের গন্তব্য অস্ট্রেলিয়ার সিডনি। ঐ দেশের প্রধানমন্ত্রী অ্যান্তনি অ্যালবানিজ-এর আমন্ত্রণে তাঁর এই সফর।
সফরকালে ২৪ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। সিডনি-তে ২৩ মে অস্ট্রেলিয়ার বিভিন্ন বাণিজ্যিক সংস্থার কর্ণধার এবং সেখানে বসবাসরত ভারতীয়দের সঙ্গে মিলিত হবেন তিনি।
PG/AC/NS
(Release ID: 1925197)
Visitor Counter : 155
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam