প্রধানমন্ত্রীরদপ্তর
তামিলনাড়ুর সালেম রেল জংশনে বন্দে ভারত এক্সপ্রেস-কে মানুষ দর্শনীয়ভাবে স্বাগত জানানোয় সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর
Posted On:
10 APR 2023 9:57AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ এপ্রিল, ২০২৩
তামিলনাড়ুর সালেম রেল জংশনে জনসাধারণ বন্দে ভারত এক্সপ্রেস-কে মানুষ দর্শনীয়ভাবে স্বাগত জানানোয় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
দারুণ হর্ষোল্লাসের সঙ্গে সালেম রেল জংশনে বন্দে ভারত এক্সপ্রেসে ফুল ছড়িয়ে স্বাগত জানানো হয়।
তামিলনাড়ুতে পিআইবি-র এক ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন;
“সালেমে এক দর্শনীয় শুভেচ্ছা!
বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছানোর সঙ্গে সঙ্গে সর্বত্রই সাধারণভাবে এই উৎসাহ প্রত্যক্ষ করা যাচ্ছে। বন্দে ভারত এক্সপ্রেস-কে ঘিরে সাধারণ মানুষের তা এক গর্বের প্রতিফলন।”
PG/AB/NS
(Release ID: 1915398)
Visitor Counter : 107
Read this release in:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam