প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশের মঙ্গলাগিরি এইমস-এর সাফল্যের প্রশংসা করেছেন

प्रविष्टि तिथि: 05 APR 2023 11:13AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ এপ্রিল, ২০২৩


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের মঙ্গলাগিরি এইমস-এর প্রশংসা করেছেন বহির্বিভাগে রোগীর সংখ্যা ১০ লক্ষ ছাড়ানোয়। শ্রী মোদী আরও জানিয়েছেন যে তাঁর সাম্প্রতিক একটি ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, কথা বলেছেন একজন চিকিৎসক এবং এমন একজনের সঙ্গে যিনি এই টেলি-কনসাল্টেশন থেকে উপকৃত হয়েছেন।


অন্ধ্রপ্রদেশের মঙ্গলাগিরি এইমস-এর বহির্বিভাগে ১০ লক্ষ রোগীকে চিকিৎসা পরিষেবা প্রদান সংক্রান্ত এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন :


“ঐ প্রতিষ্ঠানের পক্ষে এটি বড় সাফল্য। সাম্প্রতিক একটি ‘মন কি বাত’ অনুষ্ঠান আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমি কথা বলেছি একজন চিকিৎসক এবং এমন একজনের সঙ্গে যিনি টেলি-কনসাল্টেশন থেকে উপকৃত হয়েছেন।”


PG/AP/DM


(रिलीज़ आईडी: 1914373) आगंतुक पटल : 149
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam