প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

পুনর্ব্যবহারযোগ্য করতে বেঙ্গালুরুস্থিত হৃদরোগ বিশেষজ্ঞ এবং তাঁর পুত্রের কর্ম প্রয়াসকে স্বীকৃতি প্রধানমন্ত্রীর

Posted On: 07 MAR 2023 2:15PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৭  মার্চ, ২০২৩

 

বর্জ্যকে সম্পদে রূপদান এবং পুনর্ব্যবহারযোগ্য করার কাজে জনসচেতনতা গড়তে   বেঙ্গালুরুস্থিত বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দীপক কৃষ্ণমূর্তি এবং তাঁর পুত্রের কর্ম প্রয়াসকে সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

অন্যদেরকেও অনুরূপ প্রয়াস ভাগ করে নেওয়ার আর্জি জানিয়ে তিনি বলেন এতে সম্পদ থেকে বর্জ্য ও পুনর্ব্যবহারযোগ্য গড়ে তোলার কাজে বৃহত্তর জনসচেতনতা গড়ে উঠতে পারে।

ডাক্তার জানিয়েছেন, প্রত্যেক শিক্ষা বর্ষের শেষে তার ছেলে পরম নিষ্ঠার সঙ্গে তার নোটবুকে খালি পাতাগুলি আলাদা করে নেন এবং ডাক্তার সেগুলিকে বেঁধে খসড়া কাজকর্মের কাজে ব্যবহার করেন।

উপরিল্লিখিত ডাক্তারের ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন;

“এটা ভালো একটা দলগত প্রয়াস এবং এর মধ্যে দিয়ে সুস্থায়ী জীবনযাপনের বৃহৎ বার্তা পৌঁছায়। আপনার সন্তান এবং আপনাকে সাধুবাদ জানাই।

অন্যদেরও অনুরূপ প্রয়াস ভাগ করে নেওয়ার আহ্বান জানাচ্ছি। বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করার এবং পুনর্ব্যবহারযোগ্য করার কাজে এর ফলে বৃহত্তর জনসচেতনতা গড়ে উঠবে।”

 

 

PG/AB/NS


(Release ID: 1906868) Visitor Counter : 141