প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ডঃ দেবীসিং শেখাওয়াত-এর প্রয়াণে শোক প্রকাশ করেছেন

प्रविष्टि तिथि: 24 FEB 2023 5:06PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৪  ফেব্রুয়ারি, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রাক্তন রাষ্ট্রপতি শ্রীমতী প্রতিভা দেবীসিং পাতিল-এর স্বামী ডঃ দেবীসিং শেখাওয়াত-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। 

প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন;

“ডঃ দেবীসিং শেখাওয়াতের প্রয়াণে আমি প্রাক্তন রাষ্ট্রপতি শ্রীমতী প্রতিভাজি এবং তাঁর পরিবার-পরিজনদের সমবেদনা জানাই। বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে সমাজে বিশেষ ছাপ রেখে গেছেন তিনি। ওম শান্তি।”

 

PG/PM/ NS


(रिलीज़ आईडी: 1902637) आगंतुक पटल : 146
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam