প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

  মন কি বাত-এর জন্য নতুন ধারনা এবং পরামর্শ চান প্রধানমন্ত্রী

Posted On: 13 NOV 2022 9:51PM by PIB Kolkata


নয়াদিল্লি,  ১৩  নভেম্বর, ২০২২

আগামী ২৭ নভেম্বর বেলা ১১টার সময় অনুষ্ঠিত হতে যাওয়া মন কি বাত-এর জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জনসাধারণের কাছে নতুন ধারনা এবং পরামর্শ চেয়েছেন।  তাঁদের মতামত ও পরামর্শ মাইগভ, নমো অ্যাপে জানানো অথবা ১৮০০-১১-৭৮০০ এই নম্বরে ফোন করে রেকর্ড করার সুযোগ রয়েছে।

মাইগভ আমন্ত্রণ ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী ট্যুইটে বলেছেন;

“এ মাসের ২৭ তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া #MannKiBaat-এর জন্য আপনাদের অন্তর্দৃষ্টিপূর্ণ ধারনা এবং পরামর্শের দিকে আমি তাকিয়ে রয়েছি। আপনাদের মতামত মাইগভ, নমো অ্যাপে জানাতে পারেন অথবা ১৮০০-১১-৭৮০০ এই নম্বরে ফোন করে রেকর্ড করাতে পারবেন।”

PG/AB/NS


(Release ID: 1875825) Visitor Counter : 123