প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী জোয়াও ম্যানুয়েল গন্সালভেস লোরেন্সকোকে অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি পদে পুননির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন

Posted On: 15 SEP 2022 4:14PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৫  সেপ্টেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জোয়াও ম্যানুয়েল গন্সালভেস লোরেন্সোকোকে অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি পদে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।

একটি টুইটে প্রধানমন্ত্রী বলেছেন;

“অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি পদে পুননির্বাচিত হওয়ার জন্য জোয়াও ম্যানুয়েল গন্সালভেস লোরেন্সোকো @jlprdeangola-কে অভিনন্দন। আমি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দিকে তাকিয়ে আছি।”

PG/AP/NS


(Release ID: 1859645) Visitor Counter : 150