স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (এনএইচএ) ও সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মধ্যে স্বাক্ষরিত নতুন সমঝোতাপত্র অনুযায়ী তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা এখন থেকে আয়ুষ্মান ভারত-পিএমজেএওয়াই-এর আওতায় সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা পাবেন- এ এক ঐতিহাসিক পদক্ষেপ
Posted On:
24 AUG 2022 1:13PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ আগস্ট, ২০২২
এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (এনএইচএ)সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তর তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের আয়ুষ্মান ভারত (পিএমজেএওয়াই)এর আওতায় সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা দিতে এক সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। জাতীয় স্বাস্থ্য কার্যনির্বাহী আধিকারিক ডঃ আর এস শর্মা ও সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের সচিব শ্রী আর সুব্রহ্মনিয়াম এই চুক্তি স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শ্রী মনসুখ মান্ডব্য এবং কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার।
ডঃ মনসুখ মান্ডব্য আজকের দিনটিকে বিশেষ বলে উল্লেখ করে এই সমঝোতাপত্র স্বাক্ষরের প্রশংসা করেন। তিনি বলেন, তৃতীয় লিঙ্গের মানুষকে পিএমজেওয়াই-এর আওতায় সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা প্রদানের মধ্যে দিয়ে সমাজে তাদের অধিকার ও সম্মানজনক স্থিতি নিশ্চিত করা হল। এই সমঝোতাপত্র সামাজিক সংস্কারের ক্ষেত্রে এক ঐতিহাসিক পরিবর্তনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলো বলেও ডঃ মান্ডব্য উল্লেখ করেন। তিনি বলেন, দেশের সব তৃতীয় লিঙ্গের মানুষকে অন্যদের সঙ্গে সমতা দিতে এই সমঝোতাপত্রের বিশেষ ভূমিকা রয়েছে।
তিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অন্ত্যোদয়ের লক্ষ্যে সরকারের নিরলস চেষ্টার প্রসঙ্গটিও তুলে ধরেন। তিনি বলেন, তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার সুনিশ্চিত করার পাশাপাশি তাদের উন্নয়নের জন্য সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য গরিমা গৃহ, পিএম দক্ষ কর্মসূচি-র মতো নানা উদ্যোগ গ্রহন করায় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রককে অভিনন্দন জানান ডঃ মান্ডব্য। প্রধানমন্ত্রীর নতুন ভারতের স্বপ্ন পূরণের লক্ষ্যে সমাজের সব অংশের মানুষকে হাতে হাত লাগিয়ে কাজ করার আহ্বান জানান।
ডঃ মান্ডব্য বলেন, আজকের এই সমঝোতা সারা দেশের তৃতীয় লিঙ্গের মানুষদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ব্যাপক সুবিধা দেবে। সামজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক প্রতি বছর একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তির জন্য ৫ লক্ষ টাকার বিমার সুবিধা দেবে। এর মাধ্যমে তারা এবিপিএমজেএওয়াই-এর আওতাধীন যেকোন হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন।
কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার বলেন, দেশে নানা রকম উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে। শিক্ষা, সম্মানজনক জীবনযাপন স্বাস্থ্য সহায়তা, জীবন যাত্রার সুযোগ ও দক্ষতা উন্নয়ন এই ৫ ক্ষেত্রে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক নানা পদক্ষেপ নিচ্ছে। সমাজের প্রান্তিক ও অনুন্নত শ্রেণীর জনগণের উন্নতির লক্ষেই এই পদক্ষেগুলি গ্রহণ করা হচ্ছে।
দুই মন্ত্রকের পদস্থ আধিকারিকরা ও তৃতীয় লিঙ্গের বেশ কয়েকজন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
PG/PM/NS
(Release ID: 1854169)
Visitor Counter : 169
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam