প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ২৯-শে মে মন কি বাত অনুষ্ঠানের জন্য সকলের মতামত আহ্বান করেছেন

Posted On: 13 MAY 2022 9:31AM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৩   মে, ২০২২


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৯-শে মে তাঁর মন কি বাত অনুষ্ঠানের জন্য সকলের মতামত আহ্বান করেছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “এ মাসের #MannKiBaat প্রচারিত হবে ২৯-শে মে। এই অনুষ্ঠানে আপনাদের সকলের কাছে মতামত পাঠানোর জন্য আহ্বান জানাই। নমো অ্যাপ এবং মাই গভ-এ আপনারা আপনাদের মতামত পাঠান। 1800-11-7800 নম্বরে আপনাদের বক্তব্য রেকর্ড করেও পাঠাতে পারেন।”

CG/CB/NS


(Release ID: 1825124) Visitor Counter : 130