প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ডেটা সোনিফিকেশনের মাধ্যমে ইউপিআই এবং ডিজিট্যাল অর্থ প্রদানের সমস্ত তথ্য জানানোর জন্য আইআইপির প্রশংসা করেছেন
Posted On:
13 APR 2022 2:01PM by PIB Kolkata
নতুনদিল্লি, ১৩ই এপ্রিল, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডেটা সোনিফিকেশনের মাধ্যমে অর্থের লেনদেনের শব্দের সাহায্যে ডিজিট্যাল পদ্ধতিতে দেওয়া নেওয়া ও ইউপিআই-এর তথ্য জানানোর জন্য ইন্ডিয়া ইন পিক্সেল (আইআইপি)-র প্রশংসা করেছেন।
ইন্ডিয়া ইন পিক্সেলের এক ট্যুইট বার্তার জবাবে প্রধানমন্ত্রী বলেছেন,
“আমাকে ডিজিট্যাল পদ্ধতিতে অর্থ প্রদান ও ইউপিআই-এর বিষয়ে প্রায়শই বলা হয়, কিন্তু ডেটা সোনিফিকেশনের মাধ্যমে অর্থের লেনদেনের শব্দের সাহায্যে ডিজিট্যাল পদ্ধতিতে দেওয়া নেওয়া ও ইউপিআই-এর পয়েন্টের বিষয়ে যেভাবে আপনার কাজ করেন, তা জেনে আমার দারুণ লেগেছে।
বিষয়টি আকর্ষণীয়, চিত্তাকর্ষক ও অবশ্যই তথ্য সমৃদ্ধ!”
CG/CB/
(Release ID: 1817709)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam