অর্থমন্ত্রক
                
                
                
                
                
                    
                    
                        কেন্দ্রীয় বাজেটে দৃষ্টান্ত স্থাপনের জন্য নগর উন্নয়ন কেন্দ্রিক উচ্চস্তরের একটি কমিটি গঠনের প্রস্তাব করা করা হয়েছে
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                01 FEB 2022 1:17PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নতুন দিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২২
 
সংসদে আজ কেন্দ্রীয় বাজেট ২০২২-২৩ পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নগর উন্নয়নের ক্ষেত্রে একটি কমিটি গঠনের প্রস্তাব করেছেন। এই কমিটি বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন, সুপারিশ সহ নানান কাজ খতিয়ে দেখবে। এই কমিটির মধ্যে যেমন থাকবেন পরিকল্পনাবিদ তেমনি থাকবেন অর্থনীতিবিদ।
 
শ্রীমতি সীতারামন বলেছেন যে, নগর পরিকল্পনা কোনো ব্যবসায়িক ভিত্তিতে চলতে পারে না। শহর উন্নয়নের ওপর অর্থনৈতিক বিষয়টিও উল্লেখিত থাকে। নাগরিক সুবিধা প্রদানের ক্ষেত্রে সরকারি কর্মসূচি গুলি বাস্তবায়নের প্রয়োজন।
 
অর্থমন্ত্রী বলেছেন, ভারতের শহরগুলিতে মহিলা এবং যুবকসহ সকলের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টি বিবেচনা করতে হবে।
 
 
CG/ SB
                
                
                
                
                
                (Release ID: 1794532)
                Visitor Counter : 313
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Tamil 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam