প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

সমাজকর্মী ও পদ্ম সম্মানে ভূষিত শান্তা দেবীজির প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

Posted On: 17 JAN 2022 5:59PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১৭ই জানুয়ারি, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সমাজকর্মী ও পদ্ম সম্মানে ভূষিত শান্তা দেবীজির প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ দরিদ্র ও পিছিয়ে পরা সমাজের মানুষের কন্ঠ হিসেবে শান্তা দেবীজি স্মরণীয় হয়ে থাকবেন। দুঃখ যন্ত্রণা দূর করতে, সুস্থ সমাজ গড়ে তুলতে ও ন্যায় বিচার  নিশ্চিত করতে তিনি নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তাঁর প্রয়াণে আমি মর্মাহত। তাঁর পরিবার পরিজন ও অগণিত গুনমুগ্ধকে সমবেদনা জানাই। ওঁ শান্তি।“
 

CG/CB/NS


(Release ID: 1790611) Visitor Counter : 169