প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

পোল্যান্ডে আইএসএসএফ প্রেসিডেন্টস্‌ কাপে পদক জয়ের জন্য মনু ভাকের, রাহি সর্নোবত, সৌরভ চৌধুরী এবং অভিষেক ভার্মাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 10 NOV 2021 2:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ নভেম্বর, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পোল্যান্ডে আয়োজিত আইএসএসএফ প্রেসিডেন্টস্‌ কাপ প্রতিযোগিতায় পদক জয়ের জন্য মনু ভাকের, রাহি সর্নোবত, সৌরভ চৌধুরী এবং অভিষেক ভার্মাকে অভিনন্দন জানিয়েছেন। 

এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “পোল্যান্ডে @ISSF_Shooting President’s Cup প্রতিযোগিতায় পদক জয়ের জন্য @realmanubhaker, @SarnobatRahi, @SChaudhary2002 and @abhishek_70007-কে অভিনন্দন। এদের অসাধারণ ক্রীড়া নৈপুণ্যে ভারতবাসী গর্বিত। এই চার অ্যাথলিটকে তাঁদের ভবিষ্যৎ প্রচেষ্টায় শুভ কামনা জানাই”।

 

CG/BD/SB


(रिलीज़ आईडी: 1770579) आगंतुक पटल : 173
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam