প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

একদিনে রেকর্ড সংখ্যক টিকাদানের বিষয়ে উচ্ছ্বসিত প্রশংসা জানিয়েছেন প্রধানমন্ত্রী

Posted On: 27 AUG 2021 10:41PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭ অগাস্ট ,২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একদিনে রেকর্ড সংখ্যক টিকাদানের বিষয়ে উচ্ছ্বসিত প্রশংসা জানিয়েছেন এবং বলেছেন, একদিনে ১ কোটি টিকা দেওয়া একটি গুরুত্বপূর্ণ কীর্তি । এক ট্যুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন;

“আজ টিকাদানের সংখ্যা রেকর্ড সৃষ্টি করেছে ! 

১ কোটি টিকাদানের সংখ্যা অতিক্রম করে যাওয়া একটি গুরুত্বপূর্ণ কীর্তি । যারা টিকা নিচ্ছেন এবং যারা টিকাকরণের প্রক্রিয়া চালাচ্ছেন, তাদের সাফল্য এটি ।”

 

CG/SS/NR


(Release ID: 1749995) Visitor Counter : 197