প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কে জি আলফন্স তার লেখা ‘অ্যাক্সিলারেটিং ইন্ডিয়া : ৭ ইয়ার্স অফ মোদী গভর্নমেন্ট’ বইটি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রীকে

Posted On: 26 AUG 2021 1:24PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬  অগাস্ট, ২০২১



প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কে জে আলফন্স তাঁর লেখা ‘অ্যাক্সিলারেটিং ইন্ডিয়া : ৭ ইয়ার্স অফ মোদী গভর্নমেন্ট’ বইটি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে । প্রধানমন্ত্রী বলেছেন, যে তিনি তাঁর বই ‘অ্যাক্সিলারেটিং ইন্ডিয়া’-তে ভারতের সংস্কার যাত্রার বিভিন্ন দিক তুলে ধরতে অভিনন্দনযোগ্য প্রয়াস নিয়েছেন ।

একটি ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন ;
‘আমার শ্রদ্ধেয় সহকর্মী শ্রী আলফন্স তাঁর লেখা 'অ্যাক্সিলারেটিং ইন্ডিয়া 'বইতে ভারতের সংস্কারযাত্রার বিভিন্ন দিক তুলে ধরতে অভিনন্দনযোগ্য প্রয়াস নিয়েছেন । তাঁর কাছ থেকে বইটি পেয়ে আনন্দিত ।’

CG/AP/RAB


(Release ID: 1749426) Visitor Counter : 205