প্রধানমন্ত্রীরদপ্তর

জাইডস ইউনিভার্সের বিশ্বের প্রথম ডিএনএ ভিত্তিক ‘জাইকোভ-ডি’ টিকার অনুমোদন পাওয়া ভারতের বৈজ্ঞানিকদের উদ্ভাবন আগ্রহের প্রমাণঃ প্রধানমন্ত্রী

Posted On: 20 AUG 2021 10:07PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২০শে আগস্ট, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী  বলেছেন, জাইডস ইউনিভার্সের বিশ্বের প্রথম ডিএনএ ভিত্তিক ‘জাইকোভ-ডি’ টিকার অনুমোদন পাওয়ার মধ্য দিয়ে  ভারতের বৈজ্ঞানিকদের উদ্ভাবনের বিষয়ে আগ্রহের প্রমাণ যায়।

সিডিএসসিও ইন্ডিয়া ইনফোর এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন;

“ ভারত পূর্ণ শক্তি দিয়ে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়ছে।  @ZydusUniverse -এর বিশ্বের প্রথম ডিএনএ ভিত্তিক ‘জাইকোভ-ডি’ টিকার অনুমোদন পাওয়ার মধ্য দিয়ে  ভারতের বৈজ্ঞানিকদের উদ্ভাবনের বিষয়ে আগ্রহের প্রমাণ যায়। নিঃসন্দেহে এটি দারুণ একটি ব্যাপার।“  

 

CG/CB/



(Release ID: 1748204) Visitor Counter : 201