প্রধানমন্ত্রীরদপ্তর

নব নিযুক্ত মন্ত্রীদের উদ্দেশ্যে লোকসভায় প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণের মূল অনুবাদ

Posted On: 19 JUL 2021 12:29PM by PIB Kolkata

১৯শে জুলাই, ২০২১, নয়াদিল্লি

 

সকলের গর্বিত হওয়া উচিত যে এবার এবং তফশিলি জাতি এবং  উপজাতিভুক্তদের মধ্যে বেশ কয়েকজন মহিলা এবং অন্যান্য ব্যক্তি মন্ত্রীপদে শপথ নিয়েছেনঃ  প্রধানমন্ত্রী
মনে হচ্ছে অনেকেই মহিলা, উপজাতি, তফশিলি জাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের সদস্যদের মন্ত্রী হওয়া সহ্য করতে পারছে নাঃ প্রধানমন্ত্রী

মাননীয় অধ্যক্ষ মহোদয়,
আমি ভেবেছিলাম, বড় সংখ্যায় আমাদের মহিলা সাংসদেরা মন্ত্রী হয়েছেন, তাই আজ সদনে উৎসাহের আমেজ থাকবে। আজ আমি খুব খুশি যে আমাদের দলিত ভাইয়েরা মন্ত্রীপদ পেয়েছেন। আমি খুশি যে আমাদের আদিবাসী, তফশিলি জাতির বন্ধুদের অনেকেই মন্ত্রীপদ পেয়েছেন।
মাননীয় অধ্যক্ষ মহোদয়,
এইবার সদনে আমাদের কৃষক পরিবারের যে সাংসদ বন্ধুরা রয়েছে, গ্রামীণ এলাকা থেকে যারা রয়েছেন, সামাজিক-আর্থিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে যারা রয়েছেন, ওবিসি সম্প্রদায় থেকে যারা রয়েছেন, অনেক বড় সংখ্যায় তাঁরা মন্ত্রীসভায় সুযোগ পেয়েছেন, তাঁদের পরিচয় করাতে পারলে আমি অত্যন্ত খুশি হতাম, প্রত্যেক বেঞ্চ থেকে, বেঞ্চ বাজিয়ে তাঁদের সম্মান জানানো হতো। কিন্তু দেশের দলিত মন্ত্রীপদ পাবেন, দেশের মহিলারা মন্ত্রীপদ পাবেন, দেশের ওবিসি মন্ত্রীপদ পাবেন, দেশের কৃষকের ছেলে মন্ত্রীপদ পাবেন, এটা কিছু মানুষ সহ্য করতে পারেনা, তাই তাঁদের পরিচয় পর্যন্ত করাতে দেয় না। আর সেজন্যেই মাননীয় অধ্যক্ষ মহোদয়, মন্ত্রীসভায় নবনিযুক্ত সদস্যদের লোকসভায় স্বাগত হিসেবে বিবেচনা করা হোক।

 

CG/JD



(Release ID: 1736833) Visitor Counter : 179