স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

টিকাকরণ অভিযানের তৃতীয় পর্যায়ে ১৮ থেকে ৪৪ বছর বয়সী সুবিধাভোগীদের জন্য ১ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়ার মাধ্যমে ভারত এক উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করেছে

Posted On: 24 MAY 2021 11:52AM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৪ মে, ২০২১

 

কোভিড-১৯ অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে ভারত আজ এক উল্লেখযোগ্য মাইল ফলক লাভ করেছে টিকাকরণ অভিযানের তৃতীয় পর্যায়ের আওতায় ১৮ থেকে ৪৪ বছর বয়সী ১ কোটি ৬ লক্ষ ২১ হাজার ২৩৫ জনকে টিকার ডোজ দেওয়া হয়েছে। কোভিড-১৯ মোকাবিলায় ভারত সরকারের গুরুত্বপূর্ণ ৫টি কৌশলের মধ্যে অন্য হলো টিকাকরণ। কোভিড-১৯ টিকাদানের তৃতীয় পর্যায়ের গতি আনতে এবং উদার মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় পয়লা মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সুবিধাভোগীদের টিকাদান পর্ব শুরু হয়েছে। এপর্যন্ত পশ্চিমবঙ্গে ১৮ থেকে ৪৪ বছর বয়সী ১ লক্ষ ৯৮ হাজার ৭৩৪ জনকে কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে।

দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ২৮ লক্ষ ১৬ হাজার ৭২৫টি টিকাকরণ পর্বের মাধ্যমে মোট ১৯ কোটি ৬০ লক্ষ ৫১ হাজার ৯৬২ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৭ লক্ষ ৬০ হাজার ৪৪৪ জন স্বাস্থ্য কর্মীকে প্রথম ডোজ, ৬৭ লক্ষ ৬ হাজার ৮৯০ জন স্বাস্থ্য কর্মীকে দ্বিতীয় ডোজ, ১ কোটি ৪৯ লক্ষ ৯১ হাজার ৩৫৭ জন প্রথম সারির কর্মীকে প্রথম ডোজ এবং ৮৩ লক্ষ ৩৩ হাজার ৭৪৪ জন প্রথম সারির কর্মীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। ৪৫ থেকে ৬০ বছর বয়সী ৬ কোটি ৯ লক্ষ ১১ হাজার ৭৫৬ জন সুবিধাভোগীকে প্রথম ডোজ, ৯৮ লক্ষ ১৮ হাজার ৩৮৪ জন সুবিধাভোগীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। ১৮ থেকে ৪৪ বছর বয়সী ১ কোটি ৬ লক্ষ ২১ হাজার ২৩৫ জন সুবিধাভোগীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। পাশাপাশি ৬০ বছরের বেশী বয়সী ৫ কোটি ৬৬ লক্ষ ৪৫ হাজার ৪৫৭ জন সুবিধাভোগীকে প্রথম ডোজ ও ১ কোটি ৮২ লক্ষ ৬২ হাজার ৬৬৫ জন সুবিধাভোগীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

দেশের ১০টি রাজ্যে টিকাকরণের হার ৬৬.৩০ শতাংশ। গত ১১ দিন ধরে ভারতে দৈনিক আরোগ্যলাভের সংখ্যা দৈনিক সংক্রমণের চেয়ে বেশি। ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ২ হাজার ৫৪৪ জন সুস্থ হয়েছেন। দেশে এপর্যন্ত ২ কোটি ৩৭ লক্ষ ২৮ হাজার ১১ জন সুস্থ হয়েছেন। জাতীয় আরোগ্যের হার ৮৮.৬৯ শতাংশ। ১০টি রাজ্যে নতুন করে আরোগ্যলাভের হার ৭২.২৩ শতাংশ।

গত ৮ দিন ধরে দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা ৩ লক্ষের নীচে রয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ২২ হজার ৩১৫ জন। ১০টি রাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৮১.০৮ শতাংশ। তামিলনাড়ুতে একদিনে ৩৫ হাজার ৪৮৩ এবং মহারাষ্ট্রে ২৬ হাজার ৬৭২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ক্রমশই কমছে। ভারতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৭ লক্ষ ২০ হাজার ৭১৬ জন। 

দেশে মৃত্যুর হার ১.১৪ শতাংশ দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৪৫৪ জনের মৃত্যু হয়েছে। ১০টি রাজ্যে ২৪ ঘণ্টায় মৃত্যুর হার ৭৯.৫২ শতাংশ। মহারাষ্ট্রে একদিনে ১ হাজার ৩২০ এবং কর্ণাটকে ৬২৪ জনের মৃত্যু হয়েছে। 

 

CG/SS/SKD/


(Release ID: 1721253) Visitor Counter : 244