স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

দেশে পরপর ছয়দিন দৈনিক ভিত্তিতে সুস্থতার সংখ্যা নতুন করে আক্রান্তের সংখ্যার তুলনায় বেশি

পরপর তিনদিন দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের কম
দেশে গত ২৪ ঘণ্টায় এযাবৎ সর্বাধিক ২০ লক্ষ নমুনা পরীক্ষা, যা বিশ্ব রেকর্ড
দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার কমে ১৩.৩১ শতাংশ
এখনও পর্যন্ত ১৮-৪৪ বছর বয়সী ৬৪ লক্ষের বেশি সুফলভোগীর টিকাকরণ

Posted On: 19 MAY 2021 12:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ মে, ২০২১

 

ভারতে পরপর ছয়দিন সুস্থতার সংখ্যা দৈনিক ভিত্তিতে আক্রান্তের তুলনায় বেশি। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৮৯ হাজার ৮৫১ জন। দেশে আজ পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ২ কোটি ১৯ লক্ষ ৮৬ হাজার ৩৬৩। জাতীয় স্তরে সুস্থতার হার আরও বেড়ে দাঁড়িয়েছে ৮৬.২৩ শতাংশ। এর মধ্যে ১০টি রাজ্যেই সুস্থতার হার ৭৪.৯৪ শতাংশ।

দেশে আজ নিয়ে পরপর তিনদিন আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের নিচে নেমেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন। এর মধ্যে ১০টি রাজ্যে আক্রান্তের হার ৭৪.৪৬ শতাংশ। তামিলনাড়ুতে একদিনেই সর্বাধিক ৩৩,০৬৯ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে কেরলে আক্রান্তের সংখ্যা ৩১,৩৩৭। 

অন্যদিকে, ভারতে সুস্পষ্টভাবে মোট করোনায় আক্রান্তের সংখ্যা কমে আজ দাঁড়িয়েছে ৩২ লক্ষ ২৬ হাজার ৭১৯। এর ফলে গত ২৪ ঘণ্টায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ৪০টি কমেছে, যা মোট আক্রান্তের ১২.৬৬ শতাংশ। দেশে আটটি রাজ্যে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার ৬৯.০২ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় এযাবৎ সর্বাধিক ২০ লক্ষের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে, নমুনা পরীক্ষার ভিত্তিতে আক্রান্তের হার ১৩.৩১ শতাংশ কমেছে। গত ২৪ ঘণ্টায় ২০ লক্ষ ৮ হাজার নমুনা পরীক্ষা হওয়ায় নতুন বিশ্ব রেকর্ড তৈরি হয়েছে। 

দেশে এখনও পর্যন্ত ৩২ কোটির বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এদিকে দেশব্যাপী টিকাকরণ অভিযানের তৃতীয় পর্যায়ের আওতায় আজ পর্যন্ত ১৮ কোটি ৫৮ লক্ষের বেশি টিকাকরণ হয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত প্রাথমিক তথ্য অনুযায়ী মোট টিকাকরণের সংখ্যা ১৮ কোটি ৫৮ লক্ষ ৯ হাজার ৩০২। এর মধ্যে ৯৬ লক্ষ ৭৩ হাজার ৬৮৪ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৬৬ লক্ষ ৫৯ হাজার ১২৫ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, ১ কোটি ৪৫ লক্ষ ৬৯ হাজার ৬৬৯ জন করোনা যোদ্ধা প্রথম ডোজ এবং ৮২ লক্ষ ৩৬ হাজার ৫১৫ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ১৮-৪৪ বছর বয়সী ৬৪ লক্ষ ৭৭ হাজার ৪৪৩ জন প্রথম ডোজ পেয়েছেন। এছাড়াও, ৪৫-৬০ বছর বয়সী ৫ কোটি ৮০ লক্ষ ৪৬ হাজার ৩৩৯ জন প্রথম ডোজ এবং ৯৩ লক্ষ ৫১ হাজার ৩৬ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ৬০ বছরের বেশি বয়সী ৫ কোটি ৪৮ লক্ষ ১৬ হাজার ৭৬৭ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ১ কোটি ৭৯ লক্ষ ৭৮ হাজার ৭২৪ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।

 

CG/BD/DM/


(Release ID: 1719907) Visitor Counter : 216