প্রধানমন্ত্রীরদপ্তর
সবরমতি আশ্রম থেকে অমৃত মহোৎসব অনুষ্ঠানের সূচনা হবেঃ প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, বাপু এবং স্বাধীনতা সংগ্রামীদের জন্য ‘ভোক্যাল ফর লোক্যাল’ একটি অনবদ্য শ্রদ্ধার্ঘ
Posted On:
12 MAR 2021 10:00AM by PIB Kolkata
নতুনদিল্লি, ১২ই মার্চ, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আমেদাবাদের সবরমতী আশ্রম থেকে পদযাত্রার সূচনা করবেন।
একগুচ্ছ টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন , “ যেখান থেকে ডান্ডি অভিযান শুরু হয়েছিল সেই একই জায়গা౼ সবরমতী আশ্রম থেকে আজকের অমৃত মহোৎসব অনুষ্ঠানের সূচনা হবে। ভারতের জনসাধারণের মধ্যে গর্ব ও আত্মনির্ভরতার ভাবনাকে এই পদযাত্রা আরো দৃঢ় করবে । বাপু এবং স্বাধীনতা সংগ্রামীদের জন্য ‘ভোক্যাল ফর লোক্যাল’ একটি অনবদ্য শ্রদ্ধার্ঘ ।
যেকোনো স্থানীয় পণ্য কিনুন এবং সোশ্যাল মিডিয়ায় #'Vocal For Local' ব্যবহার করে সেটি পোস্ট করুন। সবরমতী আশ্রমে মগন নিবাসের কাছে একটি চরকা বসানো হয়েছে । আত্মনির্ভরতা সংক্রান্ত প্রত্যেক টুইটে ওই চরকাটি পুরো একবার ঘুরবে। এটি গণআন্দোলনের অনুঘটকের কাজ করবে । “
***
CG/CB
(Release ID: 1704315)
Visitor Counter : 163
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam