স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে গত মাসে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে


১৮টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় মৃত্যুর খবর নেই

সুস্থতার সংখ্যা ক্রমশ বাড়ছে; মোট সুস্থতার সংখ্যা ১.০৬ কোটি

প্রায় ৯০ লক্ষ কোভিড-১৯ টিকাকরণ হয়েছে

Posted On: 17 FEB 2021 11:16AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি, ২০২১

 

ভারতে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৫৪৯। এর ফলে, মোট আক্রান্তের কেবল ১.২৫ শতাংশই সুস্পষ্টভাবে করোনায় আক্রান্ত। 


এক উল্লেখযোগ্য সাফল্য হিসাবে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত মাসে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে। মহারাষ্ট্রে লক্ষ্যণীয়ভাবে এই সংখ্যা গত ১৭ই জানুয়ারি ৫৩ হাজার ১৬৩ থেকে আজ কমে হয়েছে ৩৮ হাজার ৩০৭। 


দেশে গত ২৪ ঘন্টায় ১৮টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কোভিড-১৯ এ মৃত্যুর খবর নেই। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে – উত্তর প্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খন্ড, আসাম, সিকিম, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রভৃতি। 


ভারতে দৈনিক-ভিত্তিতে করোনায় সুস্থতার সংখ্যা লাগাতার বাড়ছে। আজ এই সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬ লক্ষ ৪৪ হাজার ৮৫৮। জাতীয় স্তরে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৩৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ১১ হাজার ৮৩৩ জন। সুস্থতার সংখ্যা আক্রান্তের সংখ্যার তুলনায় ক্রমাগত বাড়তে থাকায় সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা লাগাতার কমছে। গত ২৪ ঘন্টায় ১১ হাজার ৬১০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। 


কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে আজ সকাল ৮টা পর্যন্ত প্রায় ৯০ লক্ষ স্বাস্থ্য কর্মী ও অগ্রভাগে থাকা কর্মীদের টিকাকরণ হয়েছে। এর মধ্যে টিকাকরণের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬১ লক্ষ ৫০ হাজার ৯২২ জন কর্মীকে, দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লক্ষ ৭৬ হাজার ৩৭৭ জন স্বাস্থ্য কর্মী। এছাড়াও, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ২৫ লক্ষ ৭১ হাজার ৯৩১ জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। কোভিড-১৯ টিকাকরণের দ্বিতীয় ডোজ দেওয়া গত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। প্রথম ডোজ পাওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়।


দেশ জুড়ে টিকাকরণ অভিযানের ৩২তম দিনে (১৬ ফেব্রুয়ারি) মোট ২ লক্ষ ৭৬ হাজার ৯৪৩ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ লক্ষ ৬০ হাজার ৬৯১ জন প্রথম ডোজ এবং ১ লক্ষ ১৬ হাজার ২৫২ জন স্বাস্থ্য কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। দেশে টিকাকরণ অভিযানের আওতায় ৮টি রাজ্যেই ৫৭.৮ শতাংশ টিকা দেওয়া হয়েছে। কেবল উত্তর প্রদেশেই ১০.৪ শতাংশ বা ৯ লক্ষ ৩৪ হাজার ৯৬২ জনের টিকাকরণ হয়েছে।


টিকা গ্রহীতা সুফলভোগীদের মধ্যে গতকাল বিকেল ৪টে পর্যন্ত ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ২৯ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন ৩৬ জনের মধ্যে ২২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ২ জন বর্তমানে চিকিৎসাধীন এবং ১২ জনের মৃত্যু হয়েছে। টিকাকরণের পর যে ২৯ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে হাসপাতালের বাইরে মারা গেছেন ১৭ জন এবং চিকিৎসাধীন থাকাকালীন মারা গেছেন ১২ জন। 


দেশে ৬টি রাজ্যে সুস্থতার হার ৮১.১৫ শতাংশ। কেরলে একদিনেই সর্বাধিক ৫ হাজার ৪৩৯ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭০০ জন। তামিলনাডুতে সুস্থতার সংখ্যা ৪৭০। 


দেশে গত ২৪ ঘন্টায় মোট করোনায় আক্রান্তের ৮৬.১৬ শতাংশই ৬টি রাজ্যের বাসিন্দা। কেরলে একদিনেই ৪ হাজার ৯৩৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৬৩। তামিলনাডুতে আক্রান্ত হয়েছেন ৪৫১ জন। 


দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ১০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮১ শতাংশই মারা গেছেন ৬টি রাজ্যে। মহারাষ্ট্রে সর্বাধিক ৩৯ জনের মৃত্যু হয়েছে। কেরলে মারা গেছেন ১৮ জন এবং তামিলনাডুতে মৃত্যু হয়েছে ৭ জনের।  

***

 

 

CG/BD/SB



(Release ID: 1698693) Visitor Counter : 185